পুরস্কার ঘোষিত দূর্ধষ জঙ্গিরা এখনো ধরাছোঁয়ার বাইরে

0
0

জঙ্গিদের তিন শর্ত

দূর্ধষ পলাতক জঙ্গিদের ধরতে একের পর এক পুরস্কার ঘোষণা করা হলেও তাদের হদিস মিলছে না। পলাতকরা কে কোথায় এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই কারো কাছে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত সংশ্লিষ্টদের মতে, জঙ্গিরা দেশে না বিদেশে সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য কারো কাছে নেই।পলাতকদের অনেকে ভারতে অবস্থান করছেন- বিভিন্ন মহল থেকে এমন ইঙ্গিত করা হলেও এ বিয়য়ে সুনির্দিষ্টভাবে কেউই কিছু বলতে পারছেন না। মোস্ট ওয়ান্টেড জঙ্গিরা অধরা থাকলেও সরব রয়েছে নানা কৌশলে। গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনায় জেএমবির নাম নতুন করে আলোচনায় এসেছে। পুলিশ সদর দপ্তর ৫০ জন দুর্র্ধষ জঙ্গির জীবনবৃৃত্তান্ত নিয়ে পর্যালোচনা করেছে।

১৭ আগস্ট, ২০০৫।দেশের ৬৩ জেলায় একযোগে ৫০০ বোমা ফাটিয়ে অস্তিত্ব, লক্ষ্য ও উদ্দেশ্য জানান দিয়েছিল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।এরপর ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠাতা ও শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার, পরের বছর ফাঁসি কার্যকর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মুখে বিপর্যস্ত হয়ে পড়ে জঙ্গি সংগঠনটি। কিন্তু ১১ বছরের মাথায় সেই জেএমবি ভয়ংকররূপে আবির্ভূত হয়ে গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলা ও হত্যাযজ্ঞের মধ্য দিয়ে পুনরুত্থানের জানান দিয়েছে।তবে এই সংগঠন বা গোষ্ঠীটি নিজেদের আইএস (ইসলামিক স্টেট) দাবি করছে। আর পুলিশ বলছে, এরা ‘নব্য জেএমবি’। মূল জেএমবি থেকে বেরিয়ে এসে পৃথকভাবে সংগঠিত হয়েছে।

এদিকে, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার চার সন্দেহভাজন নারীকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব আরও ১০ নারী সম্পর্কে তথ্য পেয়েছে। গ্রেপ্তার চারজনের সঙ্গে এই ১০ জনকেও মামলায় আসামি করা হয়েছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই নারীরাও আইএসের (ইসলামিক স্টেট) মতাদর্শে বিশ্বাসী। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পর পরিচিত হন এবং পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে উগ্রপন্থী মতাদর্শের দীক্ষা নেন।এই ১০ জন হলেন সাফিয়া ওরফে সানজিদা ওরফে ঝিনুক, মাইমুনা ওরফে মাহমুদা ওরফে লায়লা, তাসনুভা ওরফে তাহিরা, শায়লা ওরফে শাহিদা, সালেহা ওরফে পুতুল, দিনাত জাহান ওরফে নওমী ওরফে বাণী, তানজিলা ওরফে মুন্নী, আলিয়া ওরফে তিন্নি ওরফে তিতলি, মনিরা জাহান ওরফে মিলি ও সাবিহা ওরফে মিতু।

এসব সন্দেহভাজন নারী জঙ্গির বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করেছে র‌্যাব। মামলাটি তদন্ত করছেন ওই থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল আলম। তিনি বলেন, গ্রেপ্তার থাকা চার নারীকে চার দিনের রিমান্ডে আনা হয়েছে। রিমান্ডের প্রথম দিন জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের সঙ্গে সাংগঠনিক কাজে যুক্ত নারীদের নাম বলেছেন। তাঁরা কীভাবে একজন আরেকজনের সঙ্গে যুক্ত, কোথায় কার কাছে দীক্ষা নিয়েছেন, সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত কর্মকর্তা শাহজালাল আলম বলেন, সন্দেহভাজন জঙ্গি হিসেবে যে ১০ নারীর নাম পাওয়া গেছে, তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন, ১০ জনই উচ্চশিক্ষিত বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন।

১৫ আগস্ট চারজন সন্দেহভাজন নারীকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোন, পেনড্রাইভ, কার্ড রিডার ও ৯০টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। র‌্যাব বলছে, এসব শিক্ষিত নারীকে উগ্র মতাদর্শে উদ্বুদ্ধ ও জঙ্গি কাজে ভিড়িয়েছেন মাহমুদুল হাসান ওরফে তানভির নামে এক ব্যক্তি। তাঁকে গত ২১ জুলাই র‌্যাব গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আকলিমা রহমান (মনি), ইশরাত জাহান (মৌসুমি), খাদিজা পারভিন (মেঘলা) ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক ইসতিসনা আক্তার ঐশিকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের দাবি, মাহমুদুল হাসান ‘নতুন ধারার জেএমবি’র দক্ষিণাঞ্চলীয় শাখার আমির। তিনি এই চার নারীকে দীক্ষা দিয়েছেন। আর এসব নারী জঙ্গিদের দলনেতা হলেন আকলিমা রহমান।

এদিকে ,বৃহস্পতিবার গাজীপুরের সাইনবোর্ড এলাকায় আকলিমাদের বাসায় গেলে তাঁর পরিবারের পক্ষ থেকে বলা হয়, তাঁদের মেয়ে জঙ্গি সংগঠনের সদস্য, এটা তাঁরা বিশ্বাস করতে পারছেন না।আকলিমার ভাইয়ের স্ত্রী বলেন, আকলিমা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার কারণে ঢাকার মিরপুরে একটি মেসে সহপাঠীদের সঙ্গে থাকতেন। মাঝেমধ্যে বাড়িতে আসতেন। বেশ কয়েক দিন আগে তিনি বাড়িতে আসেন। বাড়িতে থাকা অবস্থায় তাঁকে ১৫ আগস্ট রাতে র‌্যাব আটক করে নিয়ে যায়। ওই দিন পরিবারের কেউ বুঝতে পারেননি কেন আকলিমাকে আটক করা হয়েছে।গত দুই দিন বিভিন্ন সংবাদমাধ্যমের খবর দেখে তাঁরা অভিযোগের বিষয়টি জানতে পারেন।

বিশ্ববিদ্যালয়ে বন্ধুহীন মাহমুদুল: র‌্যাব জানায়, জঙ্গিনেতা মাহমুদুল হাসান ফেসবুকে তাজরিয়ান আনহার নামে উগ্র মতাদর্শ প্রচারে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন। ফেসবুক পেজে দেখা যায়, প্রায় ৫০০ অনুসরণকারী রয়েছে। কিন্তু তাঁর জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়ার রশিদপুরে এবং বিশ্ববিদ্যালয়েও তাঁর ঘনিষ্ঠ কোনো বন্ধুর খোঁজ পাওয়া যায়নি।

আমাদের যশোর প্রতিনিধি জানান, মাহমুদুল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ২০১৫ সালে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ুর রহমান হলের ২০২ নম্বর কক্ষে আসন বরাদ্দ থাকা সত্ত্বেও তিনি যশোর শহরের কাজীপাড়া কদমতলা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।ওই সময়ে ২০২ নম্বর কক্ষে থাকতেন এমন একজন প্রাক্তন ছাত্র বলেন, নিজের বিভাগের কোনো ছাত্রের সঙ্গে মাহমুদুলের বন্ধুত্ব ছিল না। অন্য বিভাগের দুই ছোট ভাই ছিলেন তাঁর প্রিয়। তাঁরা তিনজনই আহলে হাদিসের অনুসারী। ক্যাম্পাসে আহলে হাদিস মসজিদ না থাকায় তাঁরা ক্যাম্পাসে থাকতেন না।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার গতকাল বলেন, ঠান্ডা ছেলে হিসেবে পরিচিত মাহমুদুল হাসান ক্যাম্পাসের আবাসিক হলে থাকার সুযোগ পেয়েও থাকেনি। যশোর শহরের কাজীপাড়া এলাকায় বাড়ি ভাড়া করে থাকত।

আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, দুই বছর আগে মাহমুদুল একবার বাড়ি গিয়েছিলেন। এরপর আর যাননি। ২১ জুলাই র‌্যাব টঙ্গী থেকে মাহমুদুলকে গ্রেপ্তার করলে তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান।র‌্যাব বলছে, মাহমুদুল নবম শ্রেণিতে লেখাপড়ার সময়ই জেএমবির সঙ্গে যুক্ত হন। ২০১৪ সালের শেষের দিকে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ঢাকায় আসেন। মাহমুদুল হাসান প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি। প্রশিক্ষণে ভালো করায় জেএমবি সদস্যদের প্রশিক্ষক হিসেবে নিয়োগ পান তিনি। র‌্যাবের দাবি, জেএমবি সাম্প্রতিক সময়ে যেসব হত্যাকান্ড ঘটিয়েছে, তার নীলনকশা তৈরির সঙ্গেও মাহমুদুল জড়িত ছিলেন।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, পুলিশের বিশেষ শাখা (এসবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একাধিক কর্মকর্তা বলেছেন, পলাতক ও পুরস্কার ঘোষিত শীর্ষ জঙ্গিদের ব্যাপারে বিভিন্ন সূত্রে খোঁজখবর করা হচ্ছে। এদের মধ্যে অনেকে ভারত, অনেকে পাকিস্তান আবার অনেকে সিরিয়ায় পালিয়ে গেছে বলে খবর রয়েছে। আবার অনেকেই পরিচয় গোপন করে দেশে ঘাপটি মেরে নাশকতার ফন্দিফিকির করছে, এমন তথ্যও রয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে পলাতকদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের ব্যাপারে চোখ রাখছে একাধিক বিদেশি গোয়েন্দা সংস্থাও।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)গত১৯মে বৃহস্পতিবার সন্ধ্যায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ছয় সদস্যকে ধরিয়ে দিতে ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। ছয়জনের মধ্যে শরিফুল ওরফে সাকিব ওরফে শরিফ ওরফে সালেহ ওরফে আরিফ ওরফে হাদী-১ এবং সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী-২-এর জন্য পাঁচ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়। বাকি চারজনের প্রত্যেকের জন্য পুরস্কার ঘোষণা করা হয় দুই লাখ টাকা করে।

ওই চারজন হলো সিফাত ওরফে সামির ওরফে ইমরান, আবদুস সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সালমান ওরফে সাদ, শিহাব ওরফে সুমন ওরফে সাইফুল এবং সাজ্জাদ ওরফে সজিব ওরফে সিয়াম ওরফে শামস। এরা ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যাকান্ডে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এদের মধ্যে শিহাবকে গত ১৬ জুন উত্তরা বিমানবন্দর সড়ক থেকে আটক করে পুলিশ। শরীফ বন্দুকযুদ্ধে নিহত হয়। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গত ২৬ জুন ডিএমপির পুরস্কার ঘোষিত জঙ্গি নাঈম ওরফে সাইফুল ওরফে সাদ (৩০) ও সোহায়েল ওরফে শোভেলকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ। তারা ব্লুগার হত্যা মামলায় ওয়ান্টেড।

পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক গত ২ আগস্ট গুলশান ও শোলাকিয়ায় হামলার মাস্টারমাইন্ড হিসেবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তা সৈয়দ জিয়াউল হক ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীকে ধরিয়ে দিতে ২০ লাখ করে ৪০ টাকা পুরস্কার ঘোষণা করেন। তারা দেশে না বিদেশে এ নিয়ে ধূ¤্রজাল কাটেনি। গুলশান হামলার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারজানকে নিয়ে পুলিশের নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ গত ১৮ জুলাই এক সুধী সমাবেশে বলেন, জঙ্গিদের তথ্য প্রদানে পাঁচ লাখ ও আত্মসমর্পণকারী জঙ্গিকে ১০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। কিন্তু এতে সাড়া মেলেনি।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যাকান্ডের ঘটনায় রাজশাহী মহানগর পুলিশ গত ২৯ জুলাই জেএমবির সদস্য মো. শরিফুল ইসলাম ওরফে খালিদ ও মো. নজরুল ওরফে বাইক হাসানকে ধরতে এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে। পরে বাইক হাসান ক্রসফায়ারে নিহত হয়। খালিদের কোনো খবর নেই।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন এ সম্পর্কে বলেন, ব্লগার ও লেখক অভিজিৎ-দীপন হত্যার মূল পরিকল্পনাকারী সেলিমকে ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আল ইসলামের শীর্ষস্থানীয় নেতা সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী-২ (প্রকৃত নাম নাও হতে পারে)। তাকে ধরিয়ে দিতে গত ১৯ মে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

২০১৪ সালের ২৩ ফেব্র“য়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজনভ্যানের পুলিশ হত্যা করে শীর্ষ জঙ্গি নেতা মৃত্যুদন্ডে দন্ডিত সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) ও রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ (৩৫) এবং যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে (৩৫) ছিনিয়ে নেয় জঙ্গিরা। পরে টাঙ্গাইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন হাফেজ মাহমুদ। বোমারু মিজান ও সালাউদ্দিনকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হলেও হদিস মিলছে না। তারা দেশে না ভারতে এ নিয়ে ধোঁয়াশা রয়েছে।

মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, গণমাধ্যমে যাদের ছবি প্রকাশ করা হয়েছিল তাদের অনেকের বিষয়েই তথ্য পাওয়া গেছে। কারো কারো পূর্ণাঙ্গ ঠিকানাও পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করি, দ্রুতই কেউ কেউ গ্রেপ্তার হবে।একাধিক সূত্রে প্রাপ্ত তথ্যমতে, শরিফুল ওরফে সাকিব ওরফে শরিফ ওরফে সালেহ ওরফে আরিফ ওরফে হাদী-১ ব্লগার অভিজিৎ রায় হত্যাকান্ডের তদন্তে সিসিটিভি ফুটেজে উপস্থিতি ধরা পড়ে। এই এবিটি সদস্যের বাড়ি বৃহত্তর খুলনা অঞ্চলে। সংগঠনের সদস্যদের সামরিক এবং আইটি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকতেন তিনি। গত ১৮ জুন খিলগাঁওয়ে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।

সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী-২ এবিটির শীর্ষ সংগঠক, কথা বলে শুদ্ধ বাংলায়। ৫ ফুট ১০ ইঞ্চি লম্বা সেলিম চশমা ব্যবহার করত। সামরিক ও আইটি প্রশিক্ষক সেলিমের বাড়ি উত্তরবঙ্গে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন।সিফাত ওরফে সামির ওরফে ইমরানের বাড়ি সিলেট অঞ্চলে। আ. সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সালমান ওরফে সাদের বাড়ি কুমিল্লা অঞ্চলে। শিহাব ওরফে সুমন ওরফে সাইফুলের বাড়ি চট্টগ্রাম অঞ্চলে। সাজ্জাদ ওরফে সজিব ওরফে সিয়াম ওরফে শামসের বাড়ি কোথায় তা জানতে না পারলেও ঢাকা জেলার আশপাশে বলে ধারণা করছে পুলিশ।

এদিকে নিখোঁজ বাংলাদেশি ১৭ তরুণের নামে ওয়ান্টেড নোটিশ যাচ্ছে আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোলে। ইতোমধ্যেই তাদের প্রোফাইল তৈরির কাজ সম্পন্ন হয়েছে। তিন মাস থেকে চার বছর পর্যন্ত রহস্যজনকভাবে নিখোঁজ আছে এসব তরুণ। এদের পাশাপাশি আরো ২০৩ জন তরুণ নিখোঁজ থাকার তথ্য পেয়েছে পুলিশ। তাদের বিষয়েও তথ্য যাচাই-বাছাই চলছে। জঙ্গি সম্পৃক্ততায় জড়িত হওয়ার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে ওয়ান্টেড নোটিশ জারি করার অনুরোধ জানাবে পুলিশ। ওয়ান্টেড নোটিশ দেয়ার প্রক্রিয়ায় থাকা ১৭ তরুণের প্রায় সবাই ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের উগ্রপন্থী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের হয়ে কাজ করছে বলে প্রাথমিক তথ্য মিলেছে। তাদের আটক করে বাংলাদেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে সহযোগিতা চাওয়া হবে।পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল কাউন্সিল ব্যুরোর (এসসিবি-ইন্টারপোল) এআইজি রফিকুল গনি বলেছেন, প্রাথমিকভাবে ১৭ জনকে চিহ্নিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সংকেত পেলেই ইন্টারপোলকে তাদের বিরুদ্ধে ওয়ান্টেড নোটিশ জারির জন্য অনুরোধ জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে রাজধানীর গুলশানে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর নিখোঁজ তরুণদের কয়েকজন আইএসের হয়ে কাজ করার তথ্য মেলে। তাদের মধ্যে আছেন রাজধানীর তেজগাঁওয়ের মোহাম্মদ বাসারুজ্জামান, বাড্ডার জুনায়েদ খান (পাসপোর্ট নম্বর-এএফ ৭৪৯৩৩৭৮), ঢাকার আশরাফ মোহাম্মদ ইসলাম (পাসপোর্ট নম্বর-৫২৫৮৪১৬২৫), ঢাকার ইব্রাহীম হাসান খান (পাসপোর্ট নম্বর-এএফ ৭৪৯৩৩৭৮), ধানমন্ডির জুবায়েদুর রহিম (পাসপোর্ট নম্বর-ই ১০৪৭৭১৯), চাঁপাইনবাবগঞ্জের নজিবুল্লাহ আনসারী, সিলেটের তামিম আহমেদ চৌধুরী (পাসপোর্ট নম্বর-এল ০৬৩৩৪৭৮), লক্ষীপুরের এ টি এম তাজউদ্দিন (পাসপোর্ট নম্বর-এফ ০৫৮৫৫৬৮), সিলেটের মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি (পাসপোর্ট নম্বর-টিকে ৮০৯৯৮৬০) ও জুনুন শিকদার (পাসপোর্ট নম্বর-বিই ০৯৪৯১৭২)। এ ছাড়া আরো রয়েছেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা তাহমিদ রহমান শফি, আইবিএর সাবেক ছাত্র তৌসিফ হাসান ও প্রয়াত মেজর (অব.) ওয়াসিকুর রহমানের ছেলে আরাফাত ওরফে তুষার। তিনি ঢাকা ডেন্টাল কলেজের সাবেক ছাত্র।

প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, নব্য জেএমবি’র বাইরে সংগঠনটির আরও দুই অংশ এরই মধ্যে এক হয়ে সম্প্রতি সংগঠনের নতুন নেতা নির্বাচন করেছে। এ অংশটি নিজেদের মূলধারার জেএমবি দাবি করে। জঙ্গিনিরোধ ও আন্তদেশীয় অপরাধ দমন-সংক্রান্ত বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জেএমবির কথিত এই মূলধারার ভারপ্রাপ্ত আমির বা নতুন নেতা হয়েছেন সালাহউদ্দিন ওরফে সালেহীন। ২০১৪ সালে ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে এই সালাহউদ্দিনকে ছিনিয়ে নিয়েছিলেন জঙ্গিরা। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায়।দীর্ঘদিন জঙ্গিবিরোধী কার্যক্রমে যুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় কার্যকর বা সমন্বিত পদক্ষেপ ও নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারির অভাবে ১১ বছরের মাথায় এত ভয়ংকররূপে আবির্ভূত হয়েছে জেএমবি। তিনি বলেন, বিপর্যস্ত জেএমবি আবার ঘুরে দাঁড়াবে, সেটা কেউ ধারণা করেনি। বিচ্ছিন্নভাবে বিভিন্ন বাহিনী ও সংস্থা জঙ্গিদের গ্রেপ্তার করলেও নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি ছিল না। তেমনি কারাগারে থাকা জঙ্গিরা কে কখন সাজা শেষে বা জামিনে বের হচ্ছেন, সেটারও ভালো নজরদারি হয়নি।এই কর্মকর্তার মতে, ২০০৭ সাল থেকেই জঙ্গিবাদবিরোধী বিশেষায়িত বাহিনী বা বিভাগ করে একই কেন্দ্র থেকে মামলার তদন্ত, জিজ্ঞাসাবাদ, নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারিসহ সমন্বিত পদক্ষেপ নেওয়ার দরকার ছিল।

অবশ্য পর্যবেক্ষকদের মতে, ২০০৭ সালে শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি ও নিযুক্ত আমির সাইদুর রহমানসহ বেশ কিছু জঙ্গিকে গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মতুষ্টিতে ভুগছিল। তারা ভেবেছিল জঙ্গিবাদ শেষ হয়ে গেছে। কিন্তু কোনো মতাদর্শী উগ্র গোষ্ঠীকে এভাবে শেষ করা যায় না। যতক্ষণ না মতাদর্শ বিলুপ্ত হয়, ততক্ষণ এরা নতুন নতুনরূপে আবির্ভূত হবে। তার ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিম-লে অনুকূল পরিবেশ থাকলে এটা নতুন মাত্রা পায়। যার বড় নজির গুলশান হামলা।তবে জেএমবির এই পুনরুত্থানের বিষয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ যেভাবে বিস্তৃত হয়েছে, তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। ফলে এখানকার অনেকে অনুপ্রাণিত হয়েছে, সংগঠিত হয়েছে। তবে এদের নিয়ন্ত্রণে আনার সক্ষমতা পুলিশের রয়েছে।

পুনঃসংগঠিত হওয়া শুরু:প্রতিষ্ঠাতা শায়খ আবদুর রহমানের পর জেএমবির দ্বিতীয় আমির মাওলানা সাইদুর রহমানসহ আরও কিছু গুরুত্বপূর্ণ নেতা ও সদস্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপর সংগঠনটির কার্যক্রম স্তিমিত হয়ে পড়ে। কিছু সদস্য তখন আনসারুল্লাহ বাংলা টিমের দিকেও ঝুঁকেছিলেন বলে অনুসন্ধানে জানা গেছে। কিন্তু ২০১১ সাল থেকে বাইরে থাকা জেএমবির সদস্যরা আবার সংগঠিত হতে শুরু করেন। কারাগারে থেকে সাইদুরসহ অন্যান্য জঙ্গিনেতার নির্দেশনাও পাচ্ছিলেন বাইরের জঙ্গিরা, এমন খবর বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমে প্রকাশিত হয়। ২০১৩ সাল থেকে এই জঙ্গিরা খুলনা ও ঢাকায় কিছু হত্যাকা- ঘটান। কিন্তু বিষয়টি তখন ভালোভাবে অনুধাবন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২০১৪ সালের ২৩ ফেব্র“য়ারি ময়মনসিংহের ভালুকায় প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশ হত্যা করে জঙ্গি সালাহউদ্দিনসহ জেএমবির শীর্ষস্থানীয় তিন নেতাকে (অপর দুজন বোমা মিজান ও হাফেজ মাহমুদ) ছিনিয়ে নেওয়ার পর টনক নড়ে সরকারি বাহিনীগুলোর। এরপর জানাজানি হয় যে জেএমবি তিন ভাগে ভাগ হয়ে পৃথক নেতৃত্বে সংগঠিত হচ্ছে। এর একাংশের নেতৃত্বে থাকা কারাবন্দী সাইদুর রহমান তাঁর ছেলে আবু তালহা মোহাম্মদ ফাহিমের (২০১৫ সালের ২৭ জুলাই ঢাকায় গ্রেপ্তার) মাধ্যমে মাঠপর্যায়ের সদস্যদের সংগঠিত করছিলেন। আরেকটি অংশ সংগঠিত হচ্ছিল প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেওয়া সালাহউদ্দিন ও জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানের নেতৃত্বে ভারতে বসে।

জঙ্গিদের তৎপরতা নজরদারি ও এ-সংক্রান্ত তদন্ত তদারক করেন এমন একাধিক কর্মকর্তা বলেন, জেএমবির এই অংশটি নিজেদের নতুন উপস্থিতির জানান দিতে ২০১৪ সালের শেষ দিকে দেশে বড় নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল। কিন্তু তার আগে ওই বছরের ২ অক্টোবর ভারতের বর্ধমানের একটি আস্তানায় বোমা তৈরির সময় বিস্ফোরণের কারণে ওই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। সম্প্রতি এ অংশটি মাওলানা সাইদুরের অংশের সঙ্গে একীভূত হয়ে গেছে। সাইদুরকে আমির পদে বহাল রেখে সালাহউদ্দিনকে ভারপ্রাপ্ত আমির করা হয়েছে। এ অংশটির তৎপরতা সীমান্তের ওপারে ভারতেও রয়েছে, সেখানে সংগঠনটির অনেকে ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছেন।

জেএমবির অপর অংশটি মূলত আইএস মতাদর্শ অনুসরণ করে। নিজেদের আইএস দাবি করলেও বাংলাদেশ সরকার তা নাকচ করে দিয়ে বলে আসছে যে দেশে কোনো আইএস নেই। এরা জেএমবির একটি অংশ।
তবে এই নব্য জেএমবি’র প্রধান বা শীর্ষ নেতা কে, তিনি দেশে না দেশের বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছেনÑএ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যদিও পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, তামিম চৌধুরী ও মারজান ছাড়াও এই গোষ্ঠীর সাত-আটজন মাস্টারমাইন্ডকে তাঁরা শনাক্ত করতে পেরেছেন।

জানা গেছে, শনাক্ত হওয়াদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম আহমেদ চৌধুরী গুরুত্বপূর্ণ। তিনি ২০১৩ সালের ৫ অক্টোবর দেশে আসেন এবং দেশীয় জঙ্গিদের সঙ্গে বাইরের যোগাযোগের সেতুবন্ধ হিসেবে কাজ করেন। যদিও তারও আগে উগ্রপন্থায় যুক্ত হওয়া যুক্তরাজ্যপ্রবাসীদের কেউ কেউ এখানে নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন বলে বিভিন্ন সময়ে তথ্য প্রকাশ পেয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, রিপন ও রাজীব নামে নব্য জেএমবির আরও দুজন গুরুত্বপূর্ণ সংগঠকের নাম পাওয়া গেছে, যাঁদের বাড়ি উত্তরবঙ্গে এবং তাঁরা মাদ্রাসায় লেখাপড়া করা। এ ছাড়া বিভিন্ন দেশ থেকে যেসব প্রবাসী বাঙালি সিরিয়া গিয়ে আইএসে যোগ দিয়েছেন, তাঁদের কারও কারও সঙ্গে এই নব্য জেএমবিদের যোগাযোগ আছে বলে ধারণা করা হচ্ছে।দ্দরুর দিক থেকেই জেএমবির তৎপরতার বিষয়ে পর্যবেক্ষণ করে আসছেন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নুর খান। তাঁর মতে, এই কথিত নব্য জেএমবির সঙ্গে ১৯৯৮ সালে শায়খ আবদুর রহমানের প্রতিষ্ঠিত জেএমবির অনেক তফাত। আগের মতো দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত নয়, উচ্চ ও মধ্যবিত্তের সন্তান ও আধুনিক শিক্ষিতরাও যুক্ত হয়েছেন নব্য জেএমবিতে। চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, নাবিকÑএমন নানা পেশাজীবীও আছেন। বিদেশে লেখাপড়া কিংবা বসবাস করেন, এমন ব্যক্তিরাও যুক্ত হয়েছেন। যাঁরা আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে এ দেশে এসে জঙ্গিদের সমন্বয়ের দায়িত্ব নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

ঢাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর একটি সূত্র জানায়, বাংলাদেশি জঙ্গিদের মধ্যে ঘরছাড়া বা হিজরত করার ধারণা ঢুকিয়েছেন প্রবাসী বা প্রবাসফেরত জঙ্গিরা। মো. নুর খানের পর্যবেক্ষণ হচ্ছে, এ কাজে যুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থাগুলোর সদস্যদের বড় অংশের জঙ্গিগোষ্ঠী সম্পর্কে জানা-বোঝায় ঘাটতি ছিল এবং এখনো আছে। এ ছাড়া বিষয়টিকে কেবল আইনশৃঙ্খলাজনিত সমস্যা হিসেবে দেখা হয়েছে। এর মতাদর্শিক দিক মোকাবিলা বা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিস্থিতি মূল্যায়ন, দেশে সুশাসন প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি।

এই পর্যবেক্ষণ সম্পর্কে জানতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অনেকটা একমত জানিয়ে বলেন, এ ধরনের ধর্মভিত্তিক মতাদর্শিক গোষ্ঠীর মোকাবিলায় দীর্ঘমেয়াদি কর্মসূচি থাকতে হয়। যেটার ঘাটতি আছে।এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী বলেন, এখন পর্যন্ত দেশে জঙ্গিবাদ মোকাবিলার কোনো কর্মকৌশল ঠিক হয়নি। জঙ্গিবাদ মোকাবিলায় র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা বা শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং অন্যদের কার কী দায়িত্ব, কর্মপরিচালনার পদ্ধতি কী হবে, তা ঠিক করা হয়নি। তিনি বলেন, গুলশান হামলার পর সমাজে জঙ্গিবাদবিরোধী একটা সচেতনতা ও বোধশক্তি জাগ্রত হয়েছে। সরকারের উচিত সমাজের এই বোধশক্তিকে কাজে লাগানো এবং সবাইকে নিয়ে সম্মিলিত উদ্যোগ নেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here