চার নারী জেএমবি মানারাতের তিন, ঢামেকের এক

0
0

রাজধানীতে জেএমবির নারী উপদেষ্টাসহ আটক ৪র‍্যাবের হাতে গ্রেফতার ‘জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ’এর (জেএমবি) চার নারী সদস্যের তিনজনই বেসরকারি ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থী। অন্যজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) থেকে এমবিবিএস পাস করেছেন। র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে আকলিমা, মৌ ও মেঘলা মানারাত ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। আর ঐশী ঢামেক থেকে এমবিবিএস পাস করেছেন।

র‍্যাব জানায়, রবিবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে আকলিমাকে গ্রেফতার করা হয়। সোমবার সকাল ৮টায় রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় ঐশীকে। আর মেঘলা ও মৌকে গ্রেফতার করা হয় মিরপুর-১ এলাকা থেকে। প্রত্যেকের কাছেই জিহাদি কার্যক্রমের নথিপত্র পাওয়া গেছে।

এদিকে, মানারাত ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আব্দুল মতিন জানান, ‘বিষয়টি আমরা শুনেছি। রেজিস্ট্রারের কার্যালয় বিষয়টি খতিয়ে দেখছে। বিকাল নাগাদ বিষয়টি আমরা নিশ্চিত হতে পারবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here