১০ হাজার মিটারে সোনা জিতে ইতিহাস গড়লেন ফারাহ

0
0

Mo Farah wins back-to-back 10000m gold medals

ট্র্যাক এন্ড ফিল্ডে প্রথম কোন ব্রিটিশ অথ্যলেট হিসেবে তিনটি অলিম্পিক স্বর্নপদক জয়ের মাধ্যমে ইতিহাস গড়েছেন মো ফারাহ। শনিবার রিও অলিম্পিকের ১০ হাজার মিটার ইভেন্টে স্বর্ন পদক জয় করেন ৩৩ বছর বয়সি এই সোমালিয়ায় জন্ম নেয়া ব্রিটিশ অ্যাথলিট।দৌঁড় শুরু করার পর মাঝপথে ট্র্যাকে পড়ে গিয়েও তার শ্রেষ্টত্ব অর্জন বাধাগ্রস্ত হয়নি। ২৭ মিনিট ৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান লাভ করেন ফারাহ। এতে কেনিয়ার পল তানুই রৌপ্য ও ইথিওপিয়ার তামিরাত টোলা ব্রোঞ্জ পদক জয় করেন।আগামী বুধবার ৫হাজার মিটার ইভেন্টে পদক ধরে রাখার মিশন নিয়ে ট্র্যাকে নামবেন ২০১২ লন্ডন অলিম্পিকের স্বর্ন জয়ী এই অ্যাথলেট। তিনি বলেন, আমি আমার সন্তানদের জন্য তিনটি অলিম্পিক স্বর্ন পদক জয় করেছি। এখন ৫ হাজার মিটারের স্বর্ন পদক জয় করতে চাই আমার চোট্ট ছেলেটির জন্য।

ফারাহ যদি ৫ হাজার মিটারেও স্বর্ন পদক জিততে পারেন তাহলে ফিনল্যান্ডের কিংবদন্তি লাস্সে ভিরেনের পর তিনিই হবেন প্রথম কোন অ্যাথলেট যিনি ডাবল ডাবল খেতাবের বিরল গৌরব অর্জন করবেন। ফিনল্যান্ডের দূরপাল্লার দৌড়ের কিংবদন্তি লাস্সে ভিরেন ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারে ডাবল জেতার পর ১৯৭৬ সালে মন্ট্রিলে দুটোরই শিরোপা ধরে রেখে অনন্য এই কীর্তি গড়েছিলেন।

ইতোমধ্যে গত বছর বেইজিংয়ে সফলতার সঙ্গে বিশ্ব আসরের ১০ হাজার ও ৫ হাজার ইভেন্টের স্বর্ন পদক জয়ের মাধ্যমে ডাবল ডাবল খেতাব অর্জন করে নিয়েছেন ফারাহ। এখন রিওতেও সেটি অর্জন করতে চান তিনি।শনিবার অনুশীলন পার্টনার গালেন রুপের সংস্পর্শে লেগে বিপজ্জনকভাবে ট্র্যাকে পড়ে গিয়েছিলেন ফারাহ। কিন্তু সেখান থেকে ওঠে ফের দৌঁড় দিয়ে সবার আগে নির্ধারিত স্থানে পৌছতে সক্ষম হন তিনি।ফারাহ বলেন, আমি কোনভাবেই হাল ছাড়তে রাজি ছিলাম না। আমি দ্রুত সেখান থেকে উঠে পড়ি। এ সময় আমি আমার পরিবারের কথা ভাবছিলাম। যা আমাকে আবেগ আপ্লুত করে ফেলেছিল। আমার শুধু একটাই চিন্তা ছিল এগিয়ে যাও, এগিয়ে যাও। এ সময় অবশ্য নিজের ওপর যথেষ্ট আত্মবিশ্বাসও ছিল।

এদিকে, রিও অলিম্পিকে যুক্তরাষ্ট্রকে ৪ গুণিতক ১০০ মিটার মিডলেতে স্বর্ণপদক এনে দেয়ার মধ্য দিয়ে মাইকেল ফেল্পস ইতি ঘটিয়েছেন তার ঝলমলে অলিম্পিক অধ্যায়। শনিবার রিওতে ওই পদক জয়ের ফলে ফেল্পস তার সংগ্রহ শালায় যোগ করেছেন রেকর্ড সংখ্যক ২৩টি অলিম্পিক স্বর্ন পদক। সব মিলিয়ে তিনি অলিম্পিক থেকে জয় করেছেন সর্বমোট ২৮টি পদক।তৃতীয় লেগে বাটারফ্লাই দিয়ে সাঁতার শুরু করেন ফেল্পস। এর আগে ব্রিটেন ও অস্ট্রেলীয় প্রতিদ্বন্দ্বিদের পেছনে ফেলে যুক্তরাস্ট্রকে কিছুটা এগিয়ে দিয়ে যান নাথান আড্রিয়ান। আর শুরুতে ব্যাক স্ট্রোকে ৫১.৮৫ সেকেন্ড সময় নিয়ে নির্ধারিত দূরত্ব অতিক্রম করে নতুন বিশ্ব রেকর্ডে নাম লেখান চার জনের যুক্তরাস্ট্র দলের অপর সদস্য রায়ান মারফি।

২০০৯ সালে স্বদেশি অ্যারন পেইরসলের ৫১.৯৪ সেকেন্ডের রেকর্ডটিই ছিল এতদিন পর্যন্ত বিশ্ব সেরা। মারফি বলেন,‘ আসলে এটির জন্য আমি কিছুটা উত্তেজিত ছিলাম। আমি নিশ্চিত ছিলাম বাড়তি সামর্থ যোগ করলে রেকর্ডটি নাগালে আনতে পারব। এরকম একটি মুহুর্তের জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম। আর মাইকেল ফেল্পসের ক্যারিয়ারের শেষ প্রতিযোগিতায় এটি অর্জিত হওয়ায় এর বিশেষত্ব আরো বেড়েছে।মারফি বলেন, প্রতিযোগিতায় নামার আগে ফেল্পস সতীর্থদের উদ্দেশ্যে একটি ছোট্ট নির্দেশনামুলক বক্তৃতা দেন। সেখানে তিনি বলেন, প্রত্যেকে তার নিজের সামর্থটুকু দিয়েই কেবল লড়বে। দলকে পদক পাইয়ে দেয়ার জন্য এটাই আমার জন্য যথেষ্ট।দলগত এই পদক জয়ের মাধ্যমে ফেল্পস রিও অলিম্পিক থেকে ৫টি স্বর্ণ পদক জয় করতে সক্ষম হয়েছেন। আর ১০০ মিটার বাটারফ্লাইয়ে তিনি রৌপ্য পদক জয় করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here