সিরিয়ার রাক্কায় রাশিয়ান বিমান হামলায় খাদিজা সুলতানা নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণী নিহত হয়েছে। গত বছরের ১৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ যোগদানের উদ্দেশে সিরিয়ায় যায় খাদিজা। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ আগস্ট) খাদিজার পরিবারের আইনজীবী তাসনিম আকঞ্জি স্থানীয় সংবাদমাধ্যমকে এমন তথ্য দিয়েছেন।
তাসনিম জানান, চলতি বছরের মে মাসে রাক্কায় যে ভবনে খাদিজা থাকতো সেই ভবনে হামলা চালায় রাশিয়ান বাহিনী। এরপর থেকে খাদিজার সঙ্গে পরিবারের কেউ যোগাযোগ করতে পারেনি। ধারণা করা হচ্ছে-ওই হামলায় খাদিজা নিহত হয়েছেন। খাদিজার মৃত্যুর বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় তেমন কিছু জানাতে পারেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সিরিয়ার সঙ্গে ব্রিটেনের সব কনসুলার সার্ভিস বিচ্ছিন্ন থাকায় এ ধরনের খবর আমরা নিশ্চিত করতে পারছি না। উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রয়ারি মাসে পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন থেকে তিন কিশোরী আইএস এ যোগদানের লক্ষ্যে গেটউইক বিমানবন্দর হয়ে সিরিয়ায় পালিয়ে যায়। এর মধ্যে খাদিজাও ছিলেন।