গুলশান-বনানী-বারিধারায় নতুন বাস ও রিকশা চলাচল শুরু

0
241

গুলশান-বনানী-বারিধারায় নতুন বাস ও রিকশা চলাচল শুরুরাজধানীর গুলশান, বনানী ও বারিধারা আবাসিক এলাকার বাসিন্দাদের নিরাপত্তা- শৃঙ্খলা রক্ষায় নতুন বাস ও রিকশা চলাচল শুরু হয়েছে। প্রাথমিকভাবে মোট ২০টা শীতাতপ নিয়ন্ত্রিত বাস নামানো হয়েছে। যার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। বুধবার গুলশানের সুটিং ক্লাব সংলগ্ন পুলিশ প্লাজার সামনে খোলা জায়গায় এক অনুষ্ঠানে নতুন বাস ও রিকশা চলাচল উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ, এফবিসিসিআই’র সভাপতি মাতলুব আহমাদ, পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, গুলশান সোসাইটির সভাপতি ড. এটিএম শামসুল হুদা প্রমুখ। জানা গেছে, গুলশান ও আশপাশের আবাসিক এলাকায় চলাচলের জন্য ৫শ’ রিকশা নামানো হয়েছে।

গুলশান-বনানী-বারিধারায় নতুন বাস ও রিকশা চলাচল শুরু-1

গত ১ জুলাই গুলশান আবাসিক এলাকার ৮৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর কূটনৈতিক এলাকার নিরাপত্তার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এরপর থেকে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এসব এলাকার নিরাপত্তা জোরদার করতে নানা কার্যক্রম গ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here