২০৪টি আইএসপি বন্ধের সিদ্ধান্ত

0
392

btrc_109160দীর্ঘদিন অপারেশনে না থাকা ও তথ্য হালনাগাদ না করায় ২০৪টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগমী ২৫ আগস্ট শূন্য আওয়ার অর্থাৎ, রাত ১২টা থেকে আইএসপিগুলোর সংযোগ বন্ধ করার নির্দেশ দিয়ে মঙ্গলবার (৯ আগস্ট) ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও আইএসপিদের নির্দেশ দেওয়া হয়েছে।

আইএসপিগুলোর মধ্যে নেশনওয়াইড ৩৩টি, সেন্ট্রাল জোন ২৩টি, আঞ্চলিক ১৩টি, ঢাকার (এ ক্যাটাগরিভুক্ত) ৭০টি, ঢাকার বাইরের (বি ক্যাটাগরি) ২৬টি এবং সিটি করপোরেশন এলাকার (সি ক্যাটাগরি) ৩৯টি। বিটিআরসির চিঠিতে বলা হয়েছে, আইএসপি লাইসেন্সের শর্তানুযায়ী অপারেশনাল কার্যাবলীর তথ্যাদি কমিশনে দাখিল করার জন্য বারবার অনুরোধ করা হয়। প্রতিবেদন দাখিল না করা হলে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের জন্যও তাগিদ দেওয়া হয়েছিল। কিছু প্রতিষ্ঠান তথ্য দিলেও বাকিগুলো নির্দেশনা পালন করেনি।

এমতাবস্থায় যেসব প্রতিষ্ঠান কোনোরূপ তথ্য দাখিল করেনি সে সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপারেশনাল ব্যবস্থা গ্রহণ ও আপস্ট্রিম ক্যাপাসিটি/ব্যান্ডউইডথ বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো।  ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, এসব আইএসপি দীর্ঘদিন অপারেশনে নেই। লাইসেন্স নিয়েছে কিন্তু শর্ত পালন করছিল না।  আইএসপিগুলো তাদের সংগঠনের তালিকাভুক্ত নয় বলেও জানান আইএসপিএবি সাধারণ সম্পাদক এমদাদুল হক।

বিটিআরসির চিঠিতে বলা হয়, এসব আইএইসপির লাইসেন্স পরবর্তীতে আর নবায়ন করা হবে না। এসব আইএসপির বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ (সংশোধিত ২০১০) অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here