অনলাইন পেমেন্ট সীমা বেড়ে ৫ হাজার ডলার

0
397

অনলাইন পেমেন্ট কোম্পানি অ্যালার্টপেফ্রি ল্যান্সারদের উপার্জিত অর্থ সহজে দেশে আনতে অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারসের (ওপিজিএসপি) মাধ্যমে একবারে পাঁচ হাজার ডলার পর্যন্ত আনা যাবে। এজন্য বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতির প্রয়োজন হবে না। আগে এর পরিমাণ ছিলো দুই হাজার ডলার। মঙ্গলবার (০৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের উপ মহাব্যবস্থাপক জাকির হোসেন চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন এ নির্দেশনা বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়েছে।এতে বলা হয়েছে, ২০১২ সালে প্রকাশিত প্রজ্ঞাপনের অন্যান্য শর্ত বহাল থাকবে। আগের প্রজ্ঞাপনে বলা হয়েছিলো, সেবা রফতানির মাধ্যমে উপার্জিত অর্থ (ইনওয়ার্ড রেমিট্যান্স) ওপিজিএসপির মাধ্যমে সংগ্রহ করতে সুবিধা বাড়ানো হয়েছে। প্রতি লেনদেনে দুই হাজার ডলার পর্যন্ত সংগ্রহ করা যাবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সি ফর্মে ঘোষণা করার প্রয়োজন হবে না। তবে মাস শেষে ডিলার ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে যে রিপোর্ট পাঠায় তাতে ওই অর্থের কথা উল্লেখ করতে হবে।

ওপিজিএসপি সেবা দেওয়ার জন্য ২০১১ সালের আগস্টে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বাংলাদেশ থেকে অনলাইনে ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং, বিজনেস প্রসেসিং, বিজনেস প্রসেস আউটসোর্সিং, অফশোর তথ্যপ্রযুক্তি প্রভৃতি কাজের মাধ্যমে সেবা রফতানি হচ্ছে। এসব সেবা থেকে অর্জিত অর্থ আগে ব্যাংক ব্যবস্থাপনায় আনতে হতো। এতে বিদেশে অনেক প্রতিষ্ঠান অর্থ পরিশোধে বিব্রত বোধ করতো। কেননা বেশিরভাগ দেশে এ ধরনের সেবার বিপরীতে অনলাইনে অর্থ পরিশোধ করে থাকে।ওপিজিএসপিতে অর্থ পেতে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট কোম্পানি অ্যালার্টপে ২০১২ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here