গাজীপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর ফাঁসির রায়

0
0

Gazipur-(1)- 08 August 2016-Court (Death Sentence)

গাজীপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে হত্যার দায়ে তার স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে দন্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক সোমবার দুপুরে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামির নাম হাবিবা বেগম (৩৩)। সে মুন্সিগঞ্জের লৌহজং থানার শামুরবাড়ি গ্রামের রহমান হওলাদারের মেয়ে।

গাজীপুর আদালতের পিপি অ্যাডভেকেট মোঃ হারিছ উদ্দিন আহমদ জানান, গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনাপাড়া গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে এসএম জাকির হোসেন (৫০) প্রায় ১৬ বছর আগে হাবিবাকে বিয়ে করেন। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে জাকির গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার মোসলেম উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় যমুনা স্পিনিং মিলের স্টোর ইনচার্জ পদে চাকুরী করতো। পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়শঃ ঝগড়া বিবাদ হতো। এর জের ধরে গত বছরের ২৭ মে দিবাগত রাতে হাবিবা কৌশলে খাবারের সঙ্গে তার স্বামীকে ঘুমের ঔষধ খাওয়ায়। এতে জাকির অচেতন হয়ে পড়ে। পরদিন সকালে নাবালিকা বড় মেয়ে নুসরাত জাহান সিনথিয়ার সামনে হাবিবা ছুরি দিয়ে গলা কেটে তার অচেতন স্বামীকে হত্যা করে। এসময় জাকিরের সন্তানদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং হাবিবাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে এবং হাবিবাকে থানায় নিয়ে যায়। এঘটনায় নিহতের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় হাবিবার বিরুদ্ধে মামলা দায়ের করে। গ্রেফতারকৃত হাবিবা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবান বন্দি দেয়। তদন্ত শেষে পুলিশ গত ১৭ নবেম্বর হাবিবার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। শুনানীকালে ১০জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে ওই হত্যা মামলায় আসামি হাবিবা বেগম দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আসামিকে ওই রায় প্রদান করেন। রায় ঘোষণাকালে আসামী আদালতে উপস্থিত ছিল।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here