শোলাকিয়ার মতো নান্দাইল মিশনেও একই রকম অস্ত্র!

0
0

শোলাকিয়ার মতো নান্দাইল মিশনেও একই রকম অস্ত্র!

শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে ময়মনসিংহের নান্দাইলে জঙ্গি শফিউলকে ছিনতাই চেষ্টার ঘটনায় ব্যবহৃত অস্ত্রের অনেকটা মিল রয়েছে। এমনটিই জানিয়েছেন ময়মনসিংহ র‌্যাব-১৪’র কমান্ডিং অফিসার (সিও) লে: কর্নেল শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (০৪ আগষ্ট) দিবাগত রাত ১১ টার দিকে ময়মনসিংহের নান্দাইলের চন্ডিপাশা ইউনিয়নের ডাংরি এলাকায় র‌্যাবের গাড়িতে হামলা চালিয়ে শফিউলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এতে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে মারা পড়ে শফিউল এবং অজ্ঞাত নাম-পরিচয়ের আরেকজন।

‘এ সময় দুটি পিস্তল, একটি ধারালো চাপাতি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে এ হামলার ঘটনায় উদ্ধারকৃত অস্ত্রের মিল পাওয়া গেছে।’, যোগ করেন তিনি। তবে শোলাকিয়ার মতো নান্দাইলেও উগ্রপন্থী কোনো সংগঠন এমন আঘাত হেনেছে কিনা এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি। র‍্যাব সূত্রে জানা যায়, শোলাকিয়ায় পুলিশের ওপর হামলাকারী জঙ্গি শফিউল দীর্ঘদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠায় তাকে বৃহস্পতিবার রাতে নান্দাইল হয়ে কিশোরগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হচ্ছিলো।

এ সময় মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা বেশ কয়েকজন দুর্বৃত্ত র‌্যাবের ওপর অতর্কিত হামলা চালায়। তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধে শফিউল ও অজ্ঞাত অপর যুবক নিহত এবং তিনজন র‌্যাব সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ব্যবহৃত অস্ত্রের পাশাপাশি দু’টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

এদিকে, এ ঘটনার পর থেকে র‌্যাব সদস্যরা ওই জায়গাটি ঘিরে রেখেছেন। সেখানে সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানিয়েছে র‍্যাব সূত্র। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জঙ্গি শফিউল ও অজ্ঞাত ওই যুবকের মরদেহ রয়েছে। এছাড়া আহত র‍্যাব সদস্যদের মমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here