জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপির কোনো জাতীয় ঐক্যের আহবানে সাড়া দেবেন না বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। প্রকৃত জাতীয় ঐক্য গড়তে হলে বিএনপিকে যেমন জামায়াত ছাড়তে হবে, প্রধানমন্ত্রীকেও তেমনি গণবাহিনী ছাড়তে হবে বলে মন্তব্য তার।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে তার সঙ্গে বৃহস্পতিবার রাতে দুই ঘণ্টা বৈঠক করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বৈঠকে বেগম খালেদা জিয়াকে তিনি জানিয়ে দেন, জামায়াতকে সাথে নিয়ে জাতীয় ঐক্যের আহবানে তার দল থাকবে না। বিষয়টি নিয়ে শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কাদের সিদ্দিকী।
সেখানে কাদের সিদ্দিকী বলেন, আমরা খালেদা জিয়ার সঙ্গে কোনো ঐক্য করতে যাইনি। আমরা দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম। এবং উনিই জাতীয় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমি মনে করি, তিনি ভালো কাজ করেছেন। তবে খালেদা জিয়াকে জাতীয় নেতৃত্ব দিতে হলে প্রথমে স্পষ্টভাবে বলতে হবে, জামায়াত তাদের জোটে নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বর্তমানে দেশের প্রধান জাতীয় নেতা উল্লেখ করে জাতীয় ঐক্য বিষয়ে তার প্রতিও কিছু আহবান জানান কাদের সিদ্দিকী। তিনি বলেন, তার সার্বিকভাবে জাতীয় ঐক্য গঠনের প্রচেষ্টা নেওয়া দরকার। সেখানে যেমন জামায়াত থাকবে না, তেমনি বঙ্গবন্ধুর সরকারকে উৎখাতের জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য গণবাহিনীও থাকবে না। মানুন আর না মানুন, শেখ হাসিনা দেশের প্রথম জাতীয় নেতা, তবে খালেদা জিয়াকে একেবারে বাদ দিয়ে নয়। আমৃত্য বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে রাজনীতি করবেন বলে জানান কাদের সিদ্দিকী। ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন হলেও তা পালন না করতে তাকে আহবান জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।