কোস্টগার্ডে আসছে অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন অপসোর পেট্রোল ভ্যাসেলস (ওপিভি)

0
0

offshore_patrol_vessel

গভীর সমুদ্রে অভিযানের সক্ষমতা বাড়াতে ও উদ্ধার তৎপরতার জন্য বাংলাদেশ কোস্টগার্ডের বহরে নতুন করে অত্যাধুনিক দুটি যুদ্ধজাহাজ যোগ হচ্ছে। প্রথম দুটি ফ্রিগেড আগামী মাসে কোস্টগার্ডের বহরে যুক্ত হওয়ার পর আগামী বছরে ইতালী থেকে আরো দুটি ফ্রিগেড বাংলাদেশে আসবে। এসব পদক্ষেপের ফলে কোস্টগার্ড বিশ্বমানের একটি আধুনিক বাহিনীতে রূপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন এ বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম জানান, গভীর সমুদ্রে যে কোনো ধরনের উদ্ধার কার্যক্রম ও অভিযানের জন্য আগামী মাসেই অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন অপসোর পেট্রোল ভ্যাসেলস (ওপিভি) নামে দুটি ফ্রিগেড কোস্টগার্ড পূর্বজোনের বহরে যুক্ত হচ্ছে। এছাড়া আগামী বছরে যুক্ত হবে একই ধরণের আরো দুটি ফ্রিগেড। এই চারটি ফ্রিগেডের নামকরণ করা হয়েছে জাতীয় চার নেতার নামে। প্রথমে যুক্ত হওয়া ফ্রিগেড দুটির নামকরণ করা হয়েছে, সিজিএস সৈয়দ তাজউদ্দিন আহমেদ ও সিজিএস সৈয়দ নজরুল ইসলাম। এছাড়া আগামী বছর যুক্ত হওয়া ফ্রিগেড দুটির নাম করণ করা হয়েছে সিজিএস ক্যাপ্টেন এম মনসুর আলী ও সিজিএস এইচ এম কামরুজ্জামান।

ইতালী থেকে আমাদানিকৃত গোলাবারুদ ও কামানসহ নানা যন্ত্রপাতিতে সমৃদ্ধ এই জাহাজগুলোর পরিচালানার জন্য সেদেশের নৌবাহিনীর কাছ থেকে গত এক বছর ধরে ট্রনিংসহ অপারেটের জন্য ৮০ জনের একটি দল সেখানে অবস্থান করছেন। তারা এই জাহাজ পরিচালনার নানা কৌশল রপ্ত করার পাশাপাশি বাংলাদেশের সমুদ্র উপযোগি করে সংস্কার কাজের তদারকি করছেন। চূড়ান্ত প্রস্তুতি দেখতে গতকাল সোমবার থেকে ইতালীতে অবস্থান করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক ও কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আরঙ্গজেব চৌধুরী।

বর্তমানে কোস্টগার্ড পূর্বজোনের অধীনে ১৫টি স্টেশনের জন্য রয়েছে মাত্র ৬টি পেট্রোল ক্রাফট। ফলে এসব পেট্রোল ক্রাফটের সাথে ছোট ছোট নৌযান ও স্পিড বোট দিয়ে বিশাল উপকূলীয় এলাকায় জলদস্যু দমন ও চোরাচালন প্রতিরোধে কাজ করতে হচ্ছে কোস্টগার্ডকে। সেই সাথে রয়েছে ব্যাপক জনবল সংকটও। এরপরও নানা সীমাবদ্ধতার মাঝেও পূর্বাঞ্চল গত কয়েক বছরে তাদের সক্ষমতার জানান দিয়েছে নানা অপারেশন ও সাগরে দস্যুতারোধের মাধ্যমে।

এই সময়ে কোস্টগার্ডের বহরে অপসোর পেট্রোল ভ্যাসেলস (ওপিভি) সিজিএস সৈয়দ তাজউদ্দিন আহমেদ ও সিজিএস সৈয়দ নজরুল ইসলাম যুক্ত হলে সাগরে অবৈধ মৎস্য আহরণ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান প্রতিরোধ, ত্রাণ ও উদ্ধার কার্য পরিচালনা, বনজসম্পদ সংরক্ষণ, মাদকদ্রব্য পাচার, সমুদ্র ব্যবহারকারীদের নিরাপত্তা, নাশকতামূলক কার্যকলাপ দমন ও সমুদ্র বন্দরের নিরাপত্তা বিধানে কোস্টগার্ড ব্যাপক ভূমিকা রাখতে পারবে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলের প্রধান ক্যাপ্টেন শহীদুল ইসলাম। যদিও গত বছরের ডিসেম্বর থেকে কোস্টগার্ড পূর্ব জোনের বহরে তিনটি অত্যাধুনিক ‘সার্চ অ্যান্ড রেসকিউ বোট’ যুক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here