শেখ হাসিনার সরকার মানেই নারীর অর্থনৈতিক সমৃদ্ধি প্রতিমন্ত্রী, মেহের আফরোজ চুমকি

0
0

Gazipur-(5)- 31 July 2016- State minister Meher Afroz Chumki -1

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি বলেছেন, বাংলাদেশে যখনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসে, তখনই এদেশের নারীরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। শেখ হাসিনার সরকার মানেই নারীর অর্থনৈতিক সমৃদ্ধি। তিনি রবিবার বিকেলে জাতীয় মহিলা সংস্থার আর্থিক ও গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় আয়োজিত ‘‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় পর্যায়) এর উদ্বোধনী অনুষ্ঠানে পৌর এলাকার দেওপাড়া প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে নারীদের প্রশিক্ষিত করছেন। আবার প্রশিক্ষিত নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য সরকার তাদের ঋণ দিচ্ছেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশে একটি নারীও অবহেলিত থাকবেনা।

জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আমিনা আক্তারের সভাপতিত্বে ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) জাহানারা পারভীন, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) আনোয়ারা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ। এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল ইসলাম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবিরসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here