কুমিল্লায় অস্ত্র কারখানার সন্ধান, বিপুল সরঞ্জাম উদ্ধার

0
0

কুমিল্লায় অস্ত্র কারখানার সন্ধানকুমিল্লায় দেশিয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। শনিবার সন্ধ্যা সাতটার দিকে র‌্যাব-১১-এর সদস্যরা ওই কারখানায় অভিযান শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান।

র‌্যাব কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর একটি দল কুমিল্লা সদরের শুভপুর এলাকায় একটি আগ্নেয়াস্ত্র তৈরি করার কারখানার সন্ধান পায়। পরে সেখানে অভিযান শুরু করে র‌্যাব। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই কারখানা থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার ও এর সঙ্গে জড়িত অন্তত ৩ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের মধ্যে দু’জনের নাম রাজীব ও সাইফুল। অন্যজনের নামপরিচয় জানা যায়নি। অভিযান এখনও চলছে। এদিকে, র‌্যাব-১১-এর কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল কামরুল হাসান বলেন, শুভপুরে একটি দোতলা ভবনের নিচতলায় আটককৃতরা অস্ত্র তৈরি করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here