বিআরটিএর দুই কর্মকর্তাকে বদলির নির্দেশ মন্ত্রীর

0
0

সরকারের সব অর্জন ৫ মিনিটে শেষ হতে পারে- কাদেরঝটিকা সফরে চট্টগ্রাম এসে দায়িত্বে অবহেলার অপরাধে বিআরটিএ’র দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বদলির নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া বিআরটিসি’র এক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চট্টগ্রাম অফিসে ঝটিকা পরিদর্শনে আসেন মন্ত্রী। এসময় কর্মস্থলে কারা উপস্থিত-অনুপস্থিত আছেন তা খোঁজখবর নেন। উপস্থিতির হাজিরা খাতাও দেখেন তিনি। দায়িত্বে অবহেলার কারণে এসময় বিআরটিএ’র পরিদর্শক মো. মঈন উদ্দিন ও সহকারী রাজস্ব কর্মকর্তা সিরাজুল ইসলামকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন।

পরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চট্টগ্রাম ডিপো পরিদর্শনে যান তিনি। বিআরটিসির দোতলা বাসগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত না করায় ডিপো ম্যানেজার মো. আজহারকে কারণ দশার্নোর নির্দেশ দেন। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী শেখ ওয়ালিদ ফায়েজ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here