রাজধানীর কল্যাণপুরে নিহত আরেকজনের পরিচয় মিলেছে। রায়হান কবির নামে ওই ‘জঙ্গি’ সম্প্রতি গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলাকারীদের প্রশিক্ষক ছিলেন। তার বাড়ি রংপুরে। এ নিয়ে ৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেলো। তাদের মধ্যে সাতজনের আঙ্গুলের ছাপের সঙ্গে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত আঙ্গুলের ছাপের মিলিয়ে বুধবার সন্ধ্যায় পরিচয় প্রকাশ করা হয় পুলিশের পক্ষ থেকে।তারা হলেন- দিনাজপুরের আব্দুল্লাহ (২৩), পটুয়াখালীর আবু হাকিম নাইম (২৪), ঢাকার ধানমন্ডির তাজ-উল-হক রাশিক (২৫), ঢাকার গুলশানের আকিফুজ্জামান খান (২৪), ঢাকার বসুন্ধরার সেজাদ রউফ অর্ক (২৪), সাতক্ষীরার মতিউর রহমান (২৪) এবং নোয়াখালীর জোবায়ের হোসেন (২২)।এদের মধ্যে সেজাদ রউফ যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। গত ফেব্র“য়ারি থেকে নিখোঁজ এই যুবক গুলশানে ক্যাফেতে হামলাকারী নিবরাজ ইসলামের বন্ধু ছিলেন।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া উইংয়ে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান।তিনি জানান, রংপুরের পীরগাছা উপজেলার জনৈক শাহজাহান কবিরের পুত্র রায়হান কবির। সে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছেন। কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির পরিচয় তুলে ধরে ডিএমপির এ অতিরিক্ত কমিশনার বলেন, ‘নিহতদের মধ্যে ৩ জন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে ধানমন্ডির তাজ-উল-হক রাশিক সেখান থেকে ইঞ্জিয়ারিং পাশ করেছেন। অন্যদুজন সেখানে পড়াশুনা করছিলেন। এরা হলেন- বারিধারার শেহজাদ রউফ ওরফে অর্ক ওরফে মরক্কো ও গুলশানের আকিফুজ্জামান খান।এছাড়া ওই অভিযানে নিহত অন্য ৩ জন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। আর একজন রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে অনার্স শেষ করেছেন।মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলায় অংশ নেয়া জঙ্গিদের গাইবান্ধার একটি চরে দু’জন প্রশিক্ষক প্রশিক্ষণ দিয়েছিলেন। এদের মধ্যে একজন রায়হান কবির।এছাড়াও রায়হান কবীর আশুলিয়ার বাড়ুইপাড়ায় পুলিশ হত্যা মামলারও আসামি। আগে পুলিশের খাতায় তার নাম ছিল তারেক। পরে পরিবারের সাথে কথা বলে পুলিশ জানতে পারে তার নাম রায়হান কবির।পরিবারের সাথে রায়হান কবিরের যোগযোগ ছিলো কি না জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, রায়হান বছর খানেক আগে ঘর ছাড়ে। এর সে মাঝে মাঝেই মোবাইল ফোনে পরিবারের সাথে যোগযোগ করতো।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিটে রাজধানীর কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় সোয়াত, র্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলিতে ৯ জঙ্গি নিহত হয়। এ সময় ১ জঙ্গি গুলিবিদ্ধসহ ২ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে একজনের নাম হাসান। জঙ্গিদের নতুন একটি গ্র“প ‘হুজি নামে সংগঠিত হচ্ছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এ পরিবারটি ইতোমধ্যে ৫১টি পরিবারকে আর্থিক সহায়তাও দিয়েছে বলে জানান তিনি।তিনি জানান, নতুনভাবে সংগঠিত এ দলটি হুজি নামেই কার্যক্রম চালাচ্ছে। তারা ইতোমধ্যেই ৫১টি পরিবারের আর্থিক সহায়তা দিয়েছে। এই গ্রুপটির প্রধান জঙ্গি খালেদ সাইফুল্লাহ মালয়েশিয়ায় পালিয়ে গেছেন।
রাজধানীর গুলশান হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলার মাস্টার মাইন্ড শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলার মাস্টারমাইন্ড শনাক্ত হয়েছে। তবে তিনি কোনো বিশ্ববিদ্যালয়ের না।মাস্টার মাইন্ড হিসেবে হাসনাত করিমকে সন্দেহ করা হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখন তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি। এখনই হাসনাত করিমের বিষয়টি নিশ্চিত করে কিছু বলা সম্ভব না।হাসনাত করিম এখন কোথায় জানতে চাইলে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, আমরা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পরিবারের হেফাজতে দিয়ে দিয়েছি।
উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের কূটনীতিক পাড়ার অভিজাত এই রেস্টুরেন্টে সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে। সন্ত্রাসীদের ছোড়া গ্রেনেডে প্রাণ যায় ডিবির এসি রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন খানের। পরদিন শনিবার (২ জুলাই) সকালে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করে এবং ৬ জঙ্গির মৃতদেহ পাওয়া যায়।
এ ঘটনার ঠিক সাতদিনের মাথায় ৭ জুলাই সকাল সোয়া ৯টার দিকে শোলাকিয়ায় ঈদ জামাতের মাঠের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর বোমা হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য, গৃহবধূ ঝর্ণা রানী ও সন্ত্রাসী আবির নিহত হন। এছাড়া আহত হন আরো অন্তত ৮ জন। এদের মধ্যে গুরুতর আহত ৬ পুলিশ সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলায় অংশ নেয়া জঙ্গিদের গাইবান্ধার একটি চরে দু’জন প্রশিক্ষক প্রশিক্ষণ দিয়েছিলেন। এদের মধ্যে একজন রায়হান কবির।
এছাড়াও রায়হান কবীর আশুলিয়ার বাড়ুইপাড়ায় পুলিশ হত্যা মামলারও আসামি। আগে পুলিশের খাতায় তার নাম ছিল তারেক। পরে পরিবারের সাথে কথা বলে পুলিশ জানতে পারে তার নাম রায়হান কবির।
পরিবারের সাথে রায়হান কবিরের যোগযোগ ছিলো কি না জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, রায়হান বছর খানেক আগে ঘর ছাড়ে। এর সে মাঝে মাঝেই মোবাইল ফোনে পরিবারের সাথে যোগযোগ করতো।এক সংবাদ ব্রিফিং জানান, রায়হান কবির ওরফে তারেক নামের ওই তরুণ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ঢাকা অঞ্চলের সমন্বয়েকের দায়িত্ব পালন করছিলেন। গুলশান হামলায় অংশ নেওয়া জঙ্গিদের গাইবান্ধার চরে প্রশিক্ষণ দেন তিনি।
আশুলিয়ায় পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় ছুরিকাঘাতে কনস্টেবল হত্যার ঘটনাতেও রংপুরের পীরগাছার শাহজাহান কবিরের ছেলে রায়হান জড়িত ছিলেন বলে পুলিশের ভাষ্য।কল্যাণপুরের ৫ নম্বর সড়কে তাজ মঞ্জিল নামের ছয় তলা একটি ভবনের পঞ্চম তলায় অভিযানে গিয়ে সোমবার রাতে হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা। পরে মঙ্গলবার ভোরে সেখানে সোয়াটের বিশেষ অভিযানে নিহত হন সন্দেহভাজন নয় জঙ্গি।
ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল বলেন, কল্যাণপুর অভিযানে নিহত জঙ্গি আকিফুজ্জামান (পিতা সাইফুজ্জামান) পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের নাতি। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।অর্ক এবং রাশিকও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর রায়হান, আব্দুল্লাহ ও নাঈম পড়াশোনা করেছেন মাদ্রাসায়।রায়হান কবিরের ছদ্মনাম তারেক। সে আশুলিয়ার বারুইপাড়ায় পুলিশের ওপর হামলায় জড়িত ছিল এবং পুলিশের খাতায় তার নাম লেখা ছিল তারেক বলে। তাকে পুলিশ খুঁজছিল।
গত বছর ৪ নভেম্বর আশুলিয়ার বারুইপাড়া এলাকার একটি পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় ছুরিকাঘাতে এক কনস্টেবলকে হত্যা ও চারজনকে জখম করে জঙ্গিরা।ব্রিফিংয়ে মনিরুল বলেন, রায়হান কবির গুলশান হামলাকারীদেরও প্রশিক্ষক ছিল। তাকে আমরা তারেক নামে চিনতাম। গুলশানে হামলার আগে গাইবান্ধার সাদুল্লাপুরের একটি চরে সাতজনকে ট্রেনিং দেওয়া হয়েছিল, যাদের মধ্যে গুলশান হামলাকারীরাও ছিল। তাদের দুই প্রশিক্ষকের একজন ছিল রায়হান ওরফে তারেক।১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরে সামরিক বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গিসহ ছয়জন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুলের দাবি এ বছরের প্রথম দিকে জেএমবির কয়েকজন সংগঠক পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যাওয়ার পর সংগঠনটির ঢাকা অঞ্চলের সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন রায়হান ওরফে তারেক।আশুলিয়ায় পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় ছুরিকাঘাতে কনস্টেবল হত্যার ঘটনাতেও রংপুরের পীরগাছার শাহজাহান কবিরের ছেলে রায়হান জড়িত ছিলেন বলে পুলিশের ভাষ্য।
কল্যাণপুর জঙ্গি আস্তানায় অপারেশন ‘স্ট্রিম-২৬’ পরিচালনার আগেই দুই জঙ্গি চারতলা থেকে লাফ দিয়ে নিচের একটি টিনের চালে ওপর পরেন। এসময় গুরুতর আহত অবস্থায় রাকিবুজ্জামান হাছানকে পুলিশ ধরে ফেললেও পালিয়ে যায় তার সঙ্গে থাকা অন্য এক জঙ্গি। তার নাম ইকবাল। তবে এখনো তার সম্পর্কে বিস্তারিত তথ্য পায়নি পুলিশ।তিনি বলেন, আমরা হাছানের কাছ থেকে জানতে পেরেছি পালিয়ে যাওয়া ওই যুবকের নাম ইকবাল। তবে এখনো আমরা ইকবালকে গ্রেপ্তার করতে পারিনি। তাকে ধরতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
ইকবালের দেশের বাড়ি উত্তরবঙ্গে কি না- জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে এখন না বলাই ভালো। তবে এটুক বলতে পারি হাছানের কাছ থেকে আমরা ইকবালের সম্পর্কে বিস্তারিত সব তথ্য পেয়েছি। তাকে গ্রেপ্তারে আমাদের বেশ কয়েকটি ইউনিট কাজ করে যাচ্ছে।
রাজধানীর পাইকপাড়া থেকে আটক হওয়া হরকাতুল জিহাদের ঢাকা মহানগর কমান্ডার মাওলানা মো. নাজিমুদ্দীন শামীমকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।তিনি জানান, জিজ্ঞাসাবাদে শামীম বর্তমান হুজির ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ ওরফে সগির বিন এমদাদের নানা তথ্য জানিয়েছেন। বাংলা বাজারে মাকতাবাতুল কোরআন নামে তার একটি নিজস্ব প্রকাশনীও রয়েছে। ওই প্রকাশনী থেকে নানা ধরনের জেহাদি বই প্রকাশ করা হতো।
বুধবার সন্ধ্যায় বাংলা বাজারের মাকতাবাতুল কোরআন নামে ওই প্রকাশনীর কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জেহাদি বই জব্দ করা হয় বলেও জানান মনিরুল ইসলাম।জিজ্ঞাসাবাদে শামীমের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিএমপির অতিরিক্ত এ কমিশনার বলেন, খালেদ সাইফুল্লাহ বর্তমানে মালোয়েশিয়া রয়েছেন। সেখান থেকে তিনি প্রতিমাসে মোটা অংকের একটি অর্থ দেশে পাঠান। ওই অর্থই হুজির সাথে সম্পৃক্ত ৫১টি পরিবারকে ভাগ করে দিতেন শামীম।
তিনি আরো জানান, হুজির বেশ কিছু সদস্য আফগানিস্থান ও সিরিয়ায় যুদ্ধে অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে দু’জন আফগানিস্থানে নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে বলে জিজ্ঞাসাবাদে শামীম জানান।
কল্যাণপুর জঙ্গি আস্তানায় অপারেশন স্ট্রম-২৬ এ নিহত আকিফুজ্জামান খান তৎকালীন পূর্বপাকিস্তানের গভর্নর আব্দুল মোনায়েম খানের নাতি। তিনি বলেন, আকিফুজ্জামানের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আমরা তার পরিচয় নিশ্চিত হয়েছি। তার দাদা মোনায়েম খান তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন। মোনায়েন খান ১৯৭১ সালের ১৩ অক্টোবরে বনানীস্থ বাসভবনে মুক্তিবাহিনীর গেরিলাদের গুলিতে মারাত্মক আহত হোন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ডিএমপি সূত্রে জানা যায়, আকিফুজ্জামান খানের বাবা সাইফুজ্জামান খান। মা শাহনাজ নাহার। ১৯৯২ সালে জন্মগ্রহণ করা এই যুবকের জাতিয় পরিচয়পত্র নম্বর- ২৬১১০৬০০১০০৬। গুলশানের ১০ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে পরিবারের সাথেই থাকতেন তিনি।