নিরাপত্তার কারণে বাংলাদেশে বৃটিশ কাউন্সিলের সব কার্যক্রম বন্ধ, নিরাপত্তা জোরদার

0
0

বাংলাদেশে বৃটিশ কাউন্সিলের সব কার্যক্রম বন্ধ
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে সাময়িকভাবে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা অনূকুলে থাকা সাপেক্ষে শীঘ্রই আবার সবরকম কার্যক্রম চালু করা হবে।

বুধবার দুপুরে বিট্রিশ কাউন্সিলে হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন আর্শিয়া আজিজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম বলেন, আমরা লক্ষ্য করেছি, সাধারণ জনগণ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তাদের মধ্যে আতঙ্ক দিন দিন বাড়ছে। উইকহ্যাম বলেন, ব্রিটিশ কাউন্সিলে যারা কাজ করেন এবং এখান থেকে যারা সেবা গ্রহণ করে থাকেন তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।

3-29

তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিৎ করতেই মূলত আমরা সাময়িকভাবে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করেছি। সাময়িকভাবে বন্ধ থাকা অবস্থায় আমাদের গ্রাহকরা যদি কোনো ধরনের তথ্য জানতে চায় তবে তারা bd.enquiries@britishcouncil.org -এ ইমেইল করে জানতে পারবেন। এদিকে ব্রিটিশ কাউন্সিল বন্ধ ঘোষণার পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের অফিসের নিরাপত্তায় আজ সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকতে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তা জানান, দেশে সাম্প্রতিক জঙ্গি তৎপরতার পরিপেক্ষিতে নিরাপত্তা বিধানে আমরা এখানে নিয়োজিত আছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here