রাজশাহীর তানোরে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে র্যালী ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার তালন্দ ললিত মোহন কলেজের উদ্যোগে র্যালীটি কলেজ চত্তর থেকে শুরু হয়ে তালন্দ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে বাজার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ কুমার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বাবু বিষ্ণুপদ সরকার। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোজম্মেল হক, এলাকার মাদক ও বাল্যবিবাহ বিরোধী যুবসংগঠন ‘একতা বন্ধু সংঘের’ প্রচার সম্পাদক অলক কুমার নন্দী, কোষাধাক্ষ্য সনজয় কুমার, সদস্য সাফিউল ইসলাম সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য বাক্তিবর্গ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা চলমান জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যমত তৈরি করে নিজ-নিজ অবস্থান থেকে তা প্রতিরোধ করতে আহ্বান জানানো হয়।
সাইদ সাজু ও মিজানুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি