পাকিস্তানের ইয়াসির শাহকে হটিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট বোলার র্যাংকিংয়ের শীর্ষ স্থানটি দখলে নিলেন ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে ম্যাচ জয়ী নৈপুণ্যের সুবাদে র্যাংকিংয়ের শীর্ষ স্থানটি দখলে নেন অশ্বিন।এন্টিগায় অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২৯ বছর বয়সী অশ্বিনের ৮৩ রানে ৭ উইকেট শিকারের সুবাদে মাত্র চার দিনের মধ্যেই স্বাগতিকদের বিপক্ষে ইনিংস ও ৯২ রানে জয় পায় সফরকারী ভারতীয় দল।
ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের কাছে পরাজিত দ্বিতীয় ম্যাচে মাত্র এক উইকেট শিকার করায় র্যাংকিংয়ের পঞ্চম স্থানে নেমে গেছেন গত বিশ বছরে প্রথম পাকিস্তানী হিসেবে র্যাংকিংয়ের শীর্ষ স্থানে ওঠা লেগ স্পিনার শাহ।অলরাউন্ডার র্যাংকিংয়েও শীর্ষ স্থানে উঠেছেন অশ্বিন। এ ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাম ইংল্যান্ডের জেমস এন্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। উভয়েই এক ধাপ করে এগিয়েছেন।পাকিস্তানের বিপক্ষে ৩৩০ রানে জয় পাওয়া ম্যাচে ২৫৪ রানের তাৎপর্যপূর্ণ ইনিংস খেলার জন্য টেস্ট ব্যাটসম্যানের দ্বিতীয় স্থানে উঠেছেন ইংল্যান্ডের জো রুট। শীর্ষ স্থান অক্ষুন্ন রেখেছন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ।পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি এবং অপরাজিত ৭৬ রানের সুবাদে শীর্ষ দশ ব্যাটসম্যানের তালিকায় নবম স্থানে উঠে এসেছেন ইংল্যান্ড অধিনায়ক এলিস্টার কুক।