ঝিনাইদহে “জঙ্গী” আস্তানার কথা স্বীকার মেস মালিকের !

0
0

Kawser And Rokonuzzaman-Jhenaidahঝিনাইদহ শহরের সোনালীপাড়ায় আলোচিত মেসে কথিত জঙ্গী নিবরাস ও আবির রহমান ছিলেন। নিবরাস নিজেকে সাঈদ ও আবির তার খালাতো ভাই শাওন পরিচয় দিয়ে থাকতেন। ঝিনাইদহ র‌্যাবের হাতে আটক সোনালীপাড়ার সাবেক সেনা সদস্য ও মেসের মালিক কাউছার আলী এবং স্থানীয় মসজিদের ইমাম রোকনুজ্জামান প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেসে পরিচয় গোপন করে দুই জঙ্গী থাকার কথা স্বীকার করেছেন।

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা সংবাদাতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here