মাগুরার মহম্মদপুর উপজেলার তেলিপুকুর গ্রামের চাঞ্চল্যকর আজিজার হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ১৭ আসামিকে খালাস দেওয়া হয়।যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন সৈয়দ রোস্তম আলী, হাবিবুর রহমান, সৈয়দ রাজা মিয়া, মো. ইদ্রিস আলী ও সাইফার রহমান। তাদের সবার বাড়ি মহম্মদপুর উপজেলার তেলিপুকুর গ্রামে।মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে মাগুরার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ রায় ঘোষণা করেন।
২০০৬ সালের ১৭ মার্চ দুপুরে গ্রামের মসজিদে জুমার নামাজ শেষে ৩ সহোদর আজিজার, লুৎফুর খবির ও আবু সাইদ বাড়ি ফেরার পথে আসামিরা বল্লম ও দা দিয়ে কুপিয়ে আজিজারকে গুরুতর জখম করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।পরে আজিজারের ভাই লুৎফুর খবির মহম্মদপুর থানায় তেলিপুকুর গ্রামের ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে সবার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।