ত্বরিত ব্যবস্থায় ভয়াবহ হামলা থেকে রক্ষা পেয়েছে দেশ: প্রধানমন্ত্রী

0
0

26-07-16-PM_DC Conference-4

চারদিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে জঙ্গি ইস্যু। রাজধানীর কল্যাণপুরে মঙ্গলবার ভোরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এরা ভয়াবহ কিছু করার পরিকল্পনা নিয়েছিল। গোয়েন্দারা তা টের পেয়ে ত্বরিত ব্যবস্থা নিয়েছে জানিয়ে তিনি বলেন, নিজ নিজ এলাকা জঙ্গি, সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে সজাগ থাকতে এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে চারদিনের এ জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন তিনি। জঙ্গিবিরোধী কার্যক্রমে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেলায় রাখতে জেলা প্রশাসনের প্রধানদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।জঙ্গিবাদের বিরুদ্ধে জনগনকে ঐক্যবদ্ধ করে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এদেশে জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো স্থান নেই। অশুভ এ শক্তিকে প্রতিরোধ করতে হবে, রুখে দিতে হবে শুরুতেই।

প্রধানমন্ত্রী বলেন,সরকারের লক্ষ্য প্রশাসনকে জনকল্যাণমুখি করে গড়ে তোলা, যেখানে জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত হবে।এ পরিকল্পনায় একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা এগিয়ে যাওয়ার এ ধারা আরো বহুদুর নিয়ে যেতে চাই।সাম্প্রতিক সময়ের দু’একটি ঘটনায় দেশের ভাবমূর্তিকে ম্লান করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবার সম্মিলিত চেষ্টায় এ অবস্থা থেকে আমরা বেরিয়ে আসবো।’ কোনো ষড়যন্ত্র আমাদের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, আজকেও একটি ঘটনা ঘটেছে কল্যাণপুরে। সেখানে কিছু সন্ত্রাসী ঘটনা ঘটাবে বলে প্রস্তুতি নিয়েছিল। আমাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টে… ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়েছে।অভিযানের বিবরণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মধ্যরাত্রেই সে জায়গা ঘেরাও করা হয় এবং সকাল ৫টায় অপারেশন চালানো হয়। নয়জন সন্ত্রাসী সেখানে মৃত্যুবরণ করেছে। একজন আহত অবস্থায় ধরা পড়েছে, একজন পালিয়ে গেছে।অভিযানে অংশ নেওয়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, অত্যন্ত সফলতার সাথে আমাদের পুলিশ বাহিনী এই অপারেশনটা চালিয়েছে। তারা (সন্ত্রাসীরা) সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল, বোঝা যাচ্ছিল যে তারা যে কোনো ধরনের নাশকতা ঘটানোর জন্য তৈরি হয়ে ছিল। এই পদক্ষেপ নেওয়ার ফলে বিরাট বড় ভয়াবহ পরিস্থিতি থেকে দেশ রক্ষা পেয়েছে।

ত্বরিত ব্যবস্থা নেওয়ায় জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে সরকারপ্রধান বলেন, আমাদের এই সন্ত্রাস অবশ্যই মোকাবিলা করতে হবে এবং এটা প্রতিরোধ করতেই হবে। এটাই হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন। মানুষের জীবন-মান নিশ্চিত করা আমাদের লক্ষ্য।আমরা চাইনা- আমাদের দেশটা এভাবে সন্ত্রাসী কর্মকা-ের অভয়ারণ্য হোক।

অপ্রয়োজনীয় অর্থ ব্যায়ের ঝোঁককমানেরা আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, বিভন্ন পর্যায়ে কিছু লোক থাকে যারা অপ্রয়োজনীয় কিছু একটা (প্রকল্প) করে অযথা পয়সা খরচ করতে চায়। তাদের উদ্দেশ্য থাকে প্রকল্প থেকে কিছু পয়সা বানানো। এ প্রবণতা থেকে সরে আসতে হবে। জেলাপ্রশাসকদের উদ্দেশ্যে তিনি বলেন, যেখানে যেটার প্রয়োজন নেই সেখানে সেটা করা উচিত নয়। সবকিছু যাচাই বাচাই করে দিতে হবে। কেউ চিঠি লিখলো আর সেটা দিয়ে দিতে হবে এমন যেন না হয়। অপ্রয়োজনীয় অর্থ ব্যয়ের ঝোঁকটা যেন না থাকে। কোথায় কতটুকু কাজ করলে মানুষের উন্নয়ন হবে, মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে সে দিকে নজর দিতে হবে।প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তোলা। যেখানে জনগণের সেবা সুনিশ্চিত হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাওয়ার এ ধারা আরো বহুদুর নিয়ে যেতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা করতে হবে।জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এবং তিনজন জেলা প্রশাসক ও একজন বিভাগীয় কমিশনার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা ছাড়াও মন্ত্রী, প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here