জঙ্গি-তথ্য পেতে ফেসবুক-টুইটারে ডিসিদের সক্রিয় হওয়ার নির্দেশ

0
0

জুনাইদ আহমদ পলক

সাম্প্রতিক সময়ে দেশে জঙ্গি হামলার প্রেক্ষাপটে জঙ্গি-তথ্য পেতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মাঠ প্রশাসককে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যার পর সচিবালয়ে অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পঞ্চম কার্য-অধিবেশন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

পলক বলেন, স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্মকে জঙ্গি এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় তথ্য পাওয়ার একটা যথাযথ মাধ্যম হিসেবে ব্যবহারের সুযোগটা নেওয়ার জন্য বলেছি। তিনি আরও বলেন, স্যোশাল মিডিয়াতে তারা যেনো অ্যাক্টিভ থাকে। ফেসবুকসহ অন্যান্য কমিউনিকেশন অ্যাপ আছে সেগুলোর সর্বোত্তম ব্যবহার করে ক্লাউড সোর্স প্ল্যাটফর্মকে ডেভলোপ করে সন্ত্রাস ও জঙ্গিবাদকে মোকাবেলা করতে হবে। কারণ, তথ্য পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা। জেলা ও উপজেলা প্রশাসন যদি ফেসবুক, টুইটার ব্যবহার করে তাহলে প্রত্যেক ইঞ্চি মাটিতে যদি কেউ লুকিয়ে থাকে এই তথ্যগুলো যাতে তারা ক্লাউড সোর্সকে ব্যবহার করে পাবেন। এটাকে গুরুত্ব দিয়ে কিছু নির্দেশনা দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here