শাবির প্রতিষ্ঠাকালীন উপাচার্য ছদরউদ্দিন আর নেই

0
258

শাবির প্রতিষ্ঠাকালীন উপাচার্য ছদরউদ্দিন আর নেই

না ফেরার দেশে চলে গেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. ছদরউদ্দিন আহমেদ চৌধুরী(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। শনিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তবে সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে আসা হয়। পরে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রতিষ্ঠাকালীন উপাচার্য ছদরউদ্দিন আহমেদ ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত শাবির উপাচার্য ছিলেন। তার মৃত্যুতে শাবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুইয়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিনিয়র শিক্ষক ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

তিনি ১৯৩১ সালে সিলেটের গোপালগঞ্জের ফুলবাড়ি এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে শিক্ষাবিদ, পদার্থ বিজ্ঞানী, ভাষাসৈনিক, গবেষক ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মার্স্টাস ডিগ্রি সম্পন্ন করেন। পরে ১৯৬৬ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে ‘এক্স-রে ক্রিস্টালোগ্রাফি’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশ-বিদেশের বিভিন্ন স্বীকৃত জার্নালে তার ৪০টিরও অধিক গবেষণা প্রকাশিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here