বাগদাদের উত্তরাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০, আহত ৩৬

0
0

বাগদাদের উত্তরাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০, আহত ৩৬ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলের একটি চেকপয়েন্টের কাছে সোমবার এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়িতে বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় ১০ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। দিয়ালা প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ফারিস আল-আজ্জাউই ও স্থানীয় কর্মকর্তা হাসান আল-মামুরি বলেন, খালেস শহরের প্রবেশ পথে এই বিস্ফোরণে ৩৬ জন আহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেট জিহাদিরা প্রায়ই ইরাকে আত্মঘাতী বোমা হামলা চালায়। বাগদাদের কাদিমিয়া এলাকায় একটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হওয়ার একদিন পর সর্বশেষ এই হামলা চালানো হল। আইএস হামলাটির দায়িত্ব স্বীকার করেছে। আইএস ২০১৪ সালে বাগদাদের পশ্চিম ও উত্তরের একটি বড় এলাকা দখল করে নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here