ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নে প্রশাসনের নির্দেশ অমান্য করে ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি পড়–য়া এক ছাত্রীর বাল্য বিবাহ সম্পন্ন হয়েছে।জানা যায়, শুক্রবার রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মোহাম্মদপুর গ্রামের হায়দার আলী চৌধুরী বাড়ীর হাফেজ উল্যাহর ৬ষ্ঠ শ্রেণি পড়–য়া মেয়ে রুমা আক্তারের বিয়ে বন্ধ করার নির্দেশ দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিদর্শী সম্বৌধী চাকমা।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, হাফেজ উল্যাহর মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া রুমা আক্তার (১২) এর সাথে একই ইউনিয়নের মাহবুবুল হকের ছেলে আলী আহম্মদ (৩৫) এর সাথে বিয়ে ঠিক করে। শনিবার বিয়ের দিন ধার্য ছিল, শুক্রবার রাতে এ বিয়ের আয়োজনের পূর্ব মুহুর্তে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তারা কনের বাবা ও বরেব বাবাকে এ বিয়ে বন্ধ করতে বলে।স্থানীয়রা জানায়, প্রশাসনের নির্দেশ অমান্য করে শনিবার বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং বর কনেকে তার নিজ বাড়িতে নিয়ে যায়।সোনাগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিদর্শী সম্বৌধী চাকমা জানান, প্রশাসনের নিদের্শ অমান্য করে বিয়ে দেওয়ার বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।