নদী দূষণ রোধে নৌবাহিনীর কৌশলপত্র

0
0

নদী দূষণ রোধে নৌবাহিনীর কৌশলপত্ররাজধানীর চারপাশের নদীগুলোর দুষণ ও দখল রোধে তিন মেয়াদী পরিকল্পনা তুলে ধরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে একটি পরিকল্পনা বাস্তবায়নের একটি কৌশলপত্র উপস্থাপন করেছে নৌবাহিনী। রোববার (২৪ জুলাই) বিকেলে সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক আন্তঃমন্ত্রণালয় সভায় মন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে কৌশলপত্র উপস্থাপন করা হয়। এতে স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদে নদী দুষণ ও দখল রোধে সুপারিশ করা হয়।  কৌশলপত্র উপস্থাপন নিয়ে আলোচনাকালে নৌমন্ত্রী বলেন, নদী ও সাগর নিয়ে সাধারণ মানুষ থেকে বেশি জ্ঞান রাখে নৌবাহিনী। নৌবাহিনী দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভুমিকা রেখেছে। গুলশানে কমান্ডো অভিযানেও তাদের কাজ প্রশংসনীয়। এ কারণে নৌবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে।

মন্ত্রী বলেন, নদী দখল ও দূষণরোধে প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী কাজ করছি। বিভিন্ন ধরনের বর্জ্য পড়ে নদী দূষণ ও এর গতিপ্রবাহ ক্ষতিগ্রস্থ এবং জনজীবন বিপর্যস্ত হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নদীর দখল ও দূষণরোধে আমরা সফল হবো। দখল ও দূষণরোধে কোনো ধরনের কমপ্রোমাইজ করা হবে না। নৌবাহিনীকে আনা প্রসঙ্গে নৌপরিবহন সচিব অশোক মাধব রায় বলেন, তাদের একটা পরীক্ষিত বিষয় আছে। পরিচালনায় সাহসিকতার বিষয় রয়েছে। আমরা যা পারি না তারা করছে। সভায় নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদের উপস্থিতিতে এই বাহিনীর তৈরি করা কৌশলপত্র উপস্থাপন করেন পরিচালক (অপারেশন) কমোডর মীর এরশাদ আলী।

কৌশলপত্রে দুষণ ও দখল রোধ, বর্জ্য ব্যবস্থাপনা, টেকসই পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে বিশদভাবে উপস্থাপন করা হয়। নৌ বাহিনী প্রধান বলেন, ঢাকার চারটি নদীর ভয়াবহ অবস্থায় পরিবেশ বিপর্যয় হচ্ছে। সকলের সহযোগিতা পেলে আমরা কাজটি করতে সক্ষম হবো। কৌশলপত্রে নৌবাহিনীর নেতৃত্বে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠনের সুপারিশ করা হয়।  সভায় জানানো হয়, নৌবাহিনী প্রধানের নেতৃত্বে একটি মনিটরিং ও কো-অর্ডিনেশন কমিটি থাকবে। কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।

কৌশলপত্রে ঢাকার চারদিকের নদীগুলোর দূষণের কারণ চিহ্নিত করে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সেসব পরিকল্পনা বাস্তবায়ন হলে পাঁচ বছরের মধ্যেই বর্তমান নদী দূষণ ও দখল পরিস্থিতি থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যাবে। সভায় আরো জানানো হয়, ঢাকার চারদিকে নদীগুলোর দূষণের জন্য দায়ী ৬০ শতাংশ শিল্প বর্জ্য, ১৫ শতাংশ কঠিন বর্জ্য, ১৫ শতাংশ অন্যান্য এবং ১০ শতাংশ নৌযানের বর্জ্য। এসব দূষণ থেকে পরিত্রাণ পাওয়া খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। এ লক্ষ্য অর্জনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা হবে।

পরিবেশ ও বন সচিব মো. কামালউদ্দিন আহমেদ বলেন, শিল্প কারখানায় অনেকের ইটিপি থাকলেও তা চালু রাখা হয় না। কারা ব্যবহার করছে, আর করছে না তা নিয়ে আমরা প্রযুক্তি ব্যবহার করে মনিটর করবো। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here