বাংলাদেশ ব্যাংকের (বিবি) গর্ভনর ফজলে কবির আগামী ২৬ জুলাই কেন্দ্রীয় ব্যাংকের সদরদপ্তরে ২০১৬-১৭ অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করবেন।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মুখপাত্র সুভঙ্কর সাহা জানান, মুদ্রানীতি ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ২৬ জুলাই সকাল ১১ টায় এটি ঘোষণা করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল জানান, বিগত দিনের ন্যায় এ বছরও বাজেটের আলোকে মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে। এতে ঋণ,, জিডিপি, মুল্যস্ফীতি ও মূদ্রা বিনিময় হার অধিক গুরুত্ব পাবে। কেন্দ্রীয় ব্যাংক এ বছরের ১৪ জানুয়ারি বিদায়ী অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করে।