৯৯ শতাংশ মানুষ রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিপক্ষে

0
0

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ঠিকঠাকভাবে গণভোট হলে সুন্দরবনের পাশে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে দেশের ৯৯ ভাগ মানুষ সমর্থন দেবে না। কারণ সরকারের সুন্দরবনবিনাশী একগুঁয়ে তৎপরতার কারণে দেশের ভয়াবহ ক্ষতি হবে। তাই অবিলম্বে সরকারকে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ থেকে সরে আসতে হবে।শনিবার রাজধানীর পুরানা পল্টনস্থ মুক্তিভবনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।আনু মুহাম্মদ বলেন, ৫ জানুয়ারি বা সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষষের মতো নয়, সুষ্ঠভাবে ভোট দিতে পারলে জনগণ সুন্দরবন ধ্বংসে কোনো প্রকল্পকে সমর্থন দেবে না।

তিনি বলেন,সুন্দরবন বিনাশে সরকার তার একগুঁয়ে বিবেচনাহীন জনবিরোধী তৎপরতা অব্যহত রেখেছে। এই কারণে সুন্দরবন বিনাশী বিদ্যুৎকেন্দ্র ছাড়াও অন্যান্য অপৎতপরতা বেড়েছে। কতিপয় দেশি-বিদেশি গোষ্ঠীর মুনাফা উন্মাদনা সরকারকে বধির করেছে। রামপাল প্রকল্প সামনে রেখে একে একে ওরিয়নের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, শিপইয়ার্ড, সাইলো, সিমেন্ট কারখানাসহ নানা বাণিজ্যিক ও দখলদারী অপৎতরতা বেড়েছে।তিনি সরকারকে মুনাফার অন্ধত্ব থেকে মুক্ত হয়ে চোখ খুলে সুন্দরবনের দিকে তাকাতে অনুরোধ জানান।আনু মুহাম্মদ বলেন, বিশ্বের এবং বাংলাদেশের একজনও বিশেষজ্ঞ পাওয়া যাবে না, যিনি মনে করেন রামপাল বিদ্যুৎকেন্দ্রে সুন্দরবনের ক্ষতি হবে না। শুধুমাত্র কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরাই এই দাবি করেন।

তিনি আরো বলেন, এটা প্রকৃতির বিশাল সম্পদ, কাঠ বা জমি নয়। সুন্দরবনকে বাঁচিয়ে বাংলাদেশকে বাঁচাতে হবে।অবিলম্বে রামপাল বিদ্যুৎকেন্দ্রের সব চুক্তি ছুঁড়ে ফেলে সুন্দরবন রক্ষার দাবিতে এ সংবাদ সম্মেলনে আগামী ১৮ জুলাই ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ, ১৯ থেকে ২৬ জুলাই ঢাকা ও সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে পদযাত্রা সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিবাদ এবং ২৮ জুলাই প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন হায়দার আকবর খান রনো, সাইফুল হক, মোশাররফ হোসেন নান্নু, বজলুর রশীদ ফিরোজ, অ্যাডভোকেট আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম ফজলু, অধ্যাপক মোশাহীদা সুলতানা, রজত হুদা, শহীদুল ইসলাম সবুজ, মহিনউদ্দিন চৌধুরী লিটন, সুবল সরকার, নাসির উদ্দিন নাসু, শামসুল আলম, ফখরুদ্দিন কবির আতিক প্রমুখ।এদিকে সংবাদ সম্মেলনে রামপাল বিদ্যুৎকেন্দ্র্র কেন সুন্দরবনবিনাশী, ১২ জুলাইসহ এ সম্পর্কে সম্পাদিত বিভিন্ন যুক্তি কেন জাতীয় স্বার্থবিরোধী সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রমাণ ও যুক্তি পাওয়ার পয়েন্টের পেজেন্টেশনে তুলে ধরা হয়। প্রকৌশলী কল্লোল মোস্তফা উপস্থাপিত এই তথ্য যুক্তিতে দেখানো হয় যে, সরকারের বিভিন্ন প্রচারণায় স্বপক্ষের দাবি ভ্রান্ত এবং প্রতারণামূলক।

সুন্দরবন রক্ষায় বাংলাদেশ ও ভারতের জনগণকে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বাতিলের আন্দোলনে নামার আহ্বান জানান তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মোহাম্মদ। দেশের অধিকাংশ মানুষের মতামত উপেক্ষা করে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অগ্রসর না হতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

রামপাল প্রকল্প বাতিলের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রাথমিক অবকাঠামো নির্মাণ শুরু হওয়ার পর সেখানে পরিবেশগত ক্ষতি শুরু হয়ে গেছে। সুন্দরবনসংলগ্ন নদীগুলোতে দূষণ দেখা যাচ্ছে। এতে এটা পরিস্কার যে মূল নির্মাণকাজ শুরু হলে দূষণ আরও বাড়বে। তাই সুন্দরবন রক্ষা করতে চাইলে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ অবশ্যই বন্ধ করতে হবে।কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, প্রকল্পের কাজ যত এগোবে, বাংলাদেশের মানুষের ভারতের প্রতি ক্ষোভ তত বাড়বে। বাংলাদেশ ও ভারত দুই দেশের জনগণকে সুন্দরবন রক্ষায় এই প্রকল্প বাতিলে মাঠে নামতে হবে। তিনি বলেন, প্রকল্পের নির্মাণকাজ দেখে মনে হচ্ছে, এটা ভারতের স্বার্থে নির্মিত হচ্ছে। বাংলাদেশের বেশির ভাগ মানুষ, এমনকি আওয়ামী লীগের অধিকাংশ সমর্থক এই প্রকল্পের পক্ষে নয়। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে বলেন, দেশের বেশির ভাগ জনগণের মতামতকে উপেক্ষা করে এই প্রকল্প নির্মাণ করবেন না।

সংবাদ সম্মেলনের শুরুতে কমিটির সদস্য প্রকৌশলী কল্লোল মোস্তফা বলেন, রামপাল প্রকল্পের নির্মাণকাজে ভারতীয় অংশীদার জাতীয় তাপবিদ্যুৎ প্রতিষ্ঠান (ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি-এনটিপিসি) নিজ দেশে যত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে, সব কয়টিতে পরিবেশদূষণের জন্য দায়ী হয়েছে। সে দেশেরই এক প্রতিষ্ঠানের গবেষণায় সবচেয়ে বেশি দূষণকারী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হয়েছে এনটিপিসি। রামপাল প্রকল্পে ভূমি উন্নয়ন ও অন্যান্য কাজ করতে গিয়ে ইতিমধ্যে সুন্দরবনসংলগ্ন নদীগুলোতে দূষণ ঘটানো হচ্ছে। এ ছাড়া আরেকটি পরিবেশ-বিষয়ক তদারকি সংস্থা পরিবেশ ও ভৌগোলিক তথ্যসেবাকেন্দ্রের (সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিস-সিইজিআইএস) পর্যবেক্ষণে দূষণের বিষয়টি চিহ্নিত করা হয়েছে। অথচ প্রকল্প নির্মাণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সেই দূষণ বন্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here