গুলশান-শোলাকিয়ায় হামলার মদদদাতারা চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী

0
0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্ট ও শোলাকিয়ায় হামলায় যারা মদদ দিয়েছেন ও হামলার পিছনে ছিলেন তাদের চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।শনিবার দুপুরে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।শোলাকিয়ায় হামলা হলো, এদিকে এতোদিন হয়ে গেলো কারা গুলশান হামলার মূলে জড়িত, এসব খবর জানতে চান সাংবাদিকরা। উত্তরে মন্ত্রী বলেন, এগুলো নিয়ে তদন্ত এখনও চলছে, তদেন্তর আগে কিছু বলতে চাচ্ছি না।শুধু এটুকু বলবো, আমরা সব কয়টাকে আইডেন্টিফাই করেছি। যারা যারা এর মদদ দিচ্ছেন তাদের আইডেন্টিফাই করেছি। সুনশ্চিতভাবে যারা এর পেছনে আছেন তাদেরও আইডেন্টিফাই করেছি। যেহেতু তদন্ত চলছে, তদন্তের আগে কিছু বলতে চাই না। তবে আপনাদের এটুকু বলতে চাই, আমাদের নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী অত্যন্ত তৎপর; আমরা মনে করছি আমরা ঠিক পথেই চলছি।

মদদদাতারা দেশি না বিদেশি- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যেগুলো আইডেন্টিফাই করেছি বিদেশ থেকে মদদদাতা থাকতে পারে বলে সন্দেহ করছি, তবে এগুলো আমাদের সব দেশি মানুষ। আমরা আগেও এদের চিনতাম, এখনও চিনছি।হামলাকারীদের মধ্যে চার মাস ধরে ঝিনাইদহে নিবরাসসহ কয়েকজন জঙ্গির অবস্থান এবং গোয়েন্দা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জঙ্গিরা প্রতিনিয়ত কৌশল পাল্টাচ্ছে। প্রথমত দেখেছি নিরপরাধ, নিষ্পাপ এবং নির্বোধ যেমন- মাদ্রাসার ছাত্রদের যুক্ত করতো। এখন দেখছি সমাজের প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তি, ইংরেজি স্কুল এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করা যুবক-অল্প বয়সের ছেলেদের রিক্রুট করছে। কৌলশ তারা প্রতিনিয়ত পাল্টাচ্ছে।যতই কৌশল পাল্টাক আমরা কিন্তু সবকয়টাকে খুঁজেছি। তাদের জানা গেছে, যেহেতু এখনও গোয়েন্দারা কাজ করছেন, আমরা মুখ খুলবো না, যোগ করেন আসাদুজ্জামান খাঁন কামাল।

চিহ্নিত এই মদদদাতাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চিহ্নিত হলেও আরো অধিকতর তদন্তের স্বার্থে এখনই সেসব প্রকাশ করা যাচ্ছে না।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের এক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে সৈন্য পাঠাতে চেয়েছিল কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র কোনো সৈন্য পাঠানোর প্রস্তাব দেননি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালে বলেছেন, তারা বাংলাদেশের পাশে থাকবেন এবং সবরকমের সহযোগিতা করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, সোশ্যাল মিডিয়াসহ বেশ কয়েকটি ক্ষেত্রে আমাদের সহযোগিতা দরকার। তাদের কাছে ঠিক কোন কোন ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হবে নির্ধারণ করা হচ্ছে বলেও জানান তিনি।

কিছুদিন আগে সাড়াদেশে সপ্তাহব্যাপী জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। সামনে বিজিবির নেতৃত্বে এমন আরো অভিযান চালানো হবে শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো সময়ই যে কোনো রকম অভিযান চালানো দরকার হবে আমরা চালাবো। এখনো অভিযান চলছে। যখন প্রয়োজন হবে আমরা ঘোষণা দিয়ে অভিযান চালাবো যখন প্রয়োজন হবে ঘোষণা না দিয়ে অভিযান চালাবো।তুরস্কের সেনা অভ্যুত্থান নিয়ে কোনো মন্তব্য আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তবে যে কোনো হত্যাকা-ই নিন্দনীয়।

তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলাগুলো শুধু আমাদের দেশেরই হুমকি নয়, এটা একটা গ্লোবাল থ্রেড।’ এসময় তিনি সম্প্রতি ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে এই ‘গ্লোবাল থ্রেড’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সন্ত্রাস মোকাবিলায় এলাকাভিত্তিক সন্ত্রাসবিরোধী কমিটিও করা হচ্ছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here