গুলশানে হামলাকারীদের বাড়ি ভাড়া দেয়া ও তথ্য গোপন রাখার দায়ে ৩ জন গ্রেফতার

0
0

Arrest-Doinikbartaগুলশানে হামলাকারীদের বাড়ি ভাড়া দেয়া ও তথ্য গোপন রাখার দায়ে ৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজমের একটি দল। আজ ১৬ জুলাই শনিবার বিকাল ০৫.০০ টায় বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নং রোড, ব্লক-ই, টেনামেন্ট-৩, ফ্ল্যাট-এ/৬ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বাসার মালিক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রো-ভিসি গিয়াসউদ্দিন আহসান, তার ভাগ্নে আলম চৌধুরী ও ভবনের ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান তুহিন।

উল্লেখ্য, গ্রেফতারকৃত প্রো-ভিসি গিয়াসউদ্দিন আহসান বাড়ি ভাড়া দেয়ার ক্ষেত্রে ভাড়াটিয়াদের তথ্য সংশ্লিষ্ট থানায় জমা দান থেকে বিরত থাকেন। তদন্তে জানা যায়, বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নং রোড, ব্লক-ই, টেনামেন্ট-৩, ফ্ল্যাট -এ/৬ এ জড়িত জঙ্গিরা একত্রিত হয়েছিল। এই ফ্ল্যাট জঙ্গিদের অন্য সহযোগী সদস্যরা গত মে/১৬ মাসে ভাড়া নিয়েছিল। গুলশানে সন্ত্রাসীর হামলার পর সহযোগীরা দ্রুত বাসা থেকে পালিয়ে যায়। উক্ত বাসা হতে বালি ভর্তি কার্টুন (যাতে গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করা হয়) ও তাদের পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here