জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কমান্ডার ওমর শিশানি নিহত হয়েছেন

0
0

ওমর শিশানি নিহত

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কমান্ডার ওমর শিশানি নিহত হয়েছেন। আইএসের সঙ্গে যোগাযোগ থাকা বার্তা সংস্থা ‘আমাক’-এর বরাত দিয়ে বিবিসির আজ বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। আমাক জানিয়েছে, ইরাকের নগরী মসুলের দক্ষিণে শিরকাত এলাকায় যুদ্ধে শিশানি নিহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এর আগে গত মার্চে শিশানির নিহতের খবর জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন পেন্টাগন থেকে বলা হয়েছিল, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলায় শিশানি নিহত হন। শিশানির প্রকৃত নাম তারখান বাতিরাশভিলি। কিন্তু তিনি ওমর শিশানি নামে পরিচিত ছিলেন। তিনি আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ ছিলেন বলে মনে করা হতো। পেন্টাগনের তথ্য ভুল ছিল বলে দাবি করেছে ওয়েবসাইট আমাক। আমাকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মসুল নগরী পুনর্দখলের চেষ্টাকালে শিশানি নিহত হন।

শিশানিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্র ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here