গাজীপুরে মানিক্য মাধবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

0
0

Gazipur-(3)- 14 July 2016- Ulta Roth Jatra held

গাজীপুরে উল্টো রথটানের মাধ্যমে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। উল্টো রথটান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ইফতেখার আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোলায়মান, রথ মেলা উদযাপন কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মুকুল কুমার মল্লিক ও মণীন্দ্র চন্দ্র মন্ডল প্রমূখ। গাজীপুর জেলা শহরের রথখোলায় অনুষ্ঠিত উল্টো রথটানে বিপুল সংখ্যক পূণার্থীর অংশগ্রহণ করেন। তবে রথযাত্রার সমাপ্তি হলেও মেলা চলবে ২০ দিন ব্যাপী। ভাওয়াল পরগণার রায় চৌধুরী বংশের অষ্টম উত্তর-পুরুষ রাজা কালি নারায়ণ রায় চৌধুরীর আমলে এ রথমেলার প্রচলন হয়। গত ৬ জুলাই এবারের রথযাত্রা ও রথমেলা শুরু হয়। এ উপলক্ষে গাজীপুর জেলা শহরের রথখোলায় ২০ দিনব্যাপী রথমেলা শুরু হয়েছে। মেলায় শিশুদের খেলনা, মিষ্টির দোকান, তৈজষপত্র, আসবাবপত্রসহ নানা বাহারী সব জিনিসের পসরা নিয়ে বসেছেন দোকানীরা। এছাড়াও রয়েছে মনোরঞ্জনের জন্য নানা আয়োজন। রথমেলায় হাজারো পূণ্যার্থী এবং সকল ধর্মের মানুষেরা অংশ নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here