গাজীপুরে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) এবং বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট (বারি) তে জঙ্গীবাদ বিরোধী পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই সমাবেশ দুটিতে প্রতিষ্ঠানে কর্মরত বিজ্ঞানী, কর্মকর্তা ও শ্রমিকরা অংশ নেয় ।
জানা গেছে, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) এর অডিটরিয়ামে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ডঃ ভাগ্য রাণী বনিক। এতে বক্তব্য রাখেন, সাবেক মহাপরিচালক ডঃ জীবন কৃষ্ণ বিশ্বাস, পরিচালক (প্রশাসন) ডঃ শাহজাহান কবির, পরিচালক (গবেষনা) ডঃ মোঃ আনসার আলী, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের কেন্দ্রীয় মহাসচিব কৃষিবিদ মোঃ মোবারক আলী, সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক সমীর চন্দ্র চন্দ, ঢাকা মহানগর শাখার সাধারন সম্পাদক ডঃ তাসাদ্দিকুর রহমান সনেট, গাজীপুর জেলা শাখার সভাপতি কৃষ্ণপদ হালদার প্রমূখ। বক্তারা ব্রি’তে জঙ্গীবাদ বিরোধী একটি কমিটি গঠন করার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
এদিকে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট (বারি)তেও একই ধরনের সমাবেশ করেছে ওই প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা ও শ্রমিকরা। কাজী বদরুদ্দোজা অডিটরিয়ামে দুপুরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ডঃ রফিকুল ইসলাম মন্ডল। এতে বক্তব্য রাখেন, বারি বিজ্ঞানী সমিতির সভাপতি ডঃ আক্কাস আলী, সাধারন সম্পাদক ডঃ শহীদুজ্জামান, বারি কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এহসান মাহমুদ রানা, বারি কর্মচারী সমিতির সভাপতি মহসিন খান, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউটের সহ-সভাপতি ফকির মোঃ বেলায়েত হোসেন, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের কেন্দ্রীয় মহাসচিব কৃষিবিদ মোঃ মোবারক আলী, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম প্রিন্স, সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক সমীর চন্দ্র চন্দ, কৃষি , শিল্প ও বানিজ্যিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মহানগর শাখার সাধারন সম্পাদক ডঃ তাসাদ্দিকুর রহমান সনেট প্রমূখ।