এ বছরই বাজারে আসতে যাচ্ছে আইফোনের নতুন মডেল আইফোন ৭। এর আগে বিভিন্ন ওয়েবসাইটে ফাঁস হয়েছে আইফোনের নতুন মডেলের ছবি। এবার নতুন মডেলের সম্ভাব্য দাম প্রকাশ করেছে চীনা সামাজিক মাধ্যম উইবো। এবার তিনটি মডেলে ছাড়া হবে আইফোন ৭। এগুলো হচ্ছে আইফোন ৭, আইফোন ৭ প্লাস ও আইফোন ৭ প্রো।
এর মধ্যে আইফোন ৭-এ থাকতে পারে ৪ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে। আর বাকি দুই মডেলের স্ক্রিন হতে পারে ৫ দশমিক ৫ ইঞ্চি। সব ফোনেই থাকবে থ্রিডি টাচ সাপোর্ট। উইবোতে ফাঁস হওয়া তথ্যে বলা হয়েছে, চীনের বাজারে ৩২ জিবি স্টোরেজের আইফোন ৭-এর দাম পড়বে পাঁচ হাজার ২৮৮ চীনা ইয়েন। ৬৪ জিবি পড়বে ছয় হাজার ৮৮ ইয়েন আর ২৫৬ জিবি পড়বে সাত হাজার ৮৮ ইয়েন।
৩২ জিবি স্টোরেজের আইফোন ৭ প্লাসের দাম পড়বে ছয় হাজার ৮৮ ইয়েন, ১২৮ জিবি স্টোরেজের দাম ছয় হাজার ৮৮৮ ইয়েন আর ২৫৬ জিবির দাম পড়বে সাত হাজার ৮৮৮ ইয়েন। আইফোন ৭ প্রো মডেলটিরও তিনটি স্টোরেজ ভার্সন রয়েছে। এর মধ্যে ৩২ জিবির দাম পড়বে সাত হাজার ৮৮ ইয়েন, ১২৮ জিবির দাম সাত হাজার ৮৮৮ আর ২৫৬ জিবির দাম পড়বে আট হাজার ৮৮৮ ইয়েন। সব ফোনই চলবে অ্যাপলের এ১০ প্রসেসরে। আইফোন ৭-এ থাকতে পারে ২ জিবি র্যাম। বড় স্ক্রিনের আইফোন ৭ প্লাস ও ৭ প্রো মডেলে থাকতে পারে ৪ জিবি র্যাম।