সিংহাসন ছাড়ছেন জাপানের স¤্রাট

0
0

Japanese Emperor Akihito

জাপানের স¤্রাট আকিহিতো শিগগিরই সিংহাসন ছেড়ে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলে খবর দিয়েছে বিবিসি।৮২ বছর বয়সী আকিহিতো বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনইচকে’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বুধবার (১৩ জুলাই) এ খবর দিয়েছে।তবে স¤্রাট তার অবসরের সিদ্ধান্তের কারণ বা দায়িত্ব হস্তান্তরের কোনো দিনক্ষণ জানাননি বলে রাষ্ট্রায়াত্ত সম্প্রচার মাধ্যম এনএইচকের খবর।২৭ বছর ধরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আসা আকিহিতোর এই অবসর হবে আধুনিক জাপানের ইতিহাসে এ ধরনের প্রথম ঘটনা। তার কাছ থেকে ৫৬ বছর বয়সী যুবরাজ নারুহিতোর সিংহাসনের দায়িত্ব নেওয়ার কথা।

আকিহিতো ২৭ বছর ধরে স¤্রাট হিসেবে জাপানের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। তার পদত্যাগ হবে আধুনিক ও উন্নত জাপানের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।আকিহিতো পদ ছাড়লে ৫৬ বছর বয়সী ক্রাউন প্রিন্স নারুহিতো স¤্রাটের আসনে বসবেন বলে জানাচ্ছে এনএইচকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here