নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করতে চায় রাশিয়া

0
0

13-07-16-PM-4সন্ত্রাস দমনে ও নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এগনোয়াটোভ। গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের প্রতি শোক প্রকাশ করে তিনি বলেন, চাইলে রাশিয়া নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করতে পারে।

বুধবার (১৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়ার সহযোগিতার কথা স্মরণ করেন।

বিদ্যুৎ সেক্টরসহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতার প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী বিভিন্ন সেক্টরে আরও বিনিয়োগ করতে দেশটির প্রতি আহ্বান জানান। নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জানান, তার দেশের ব্যবসায়ীরা বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে প্রস্তুত। ব্যবসা-বাণিজ্যে দুই দেশের নিজস্ব মুদ্রায় বিনিময় করার প্রস্তাব দেন তিনি। রাষ্ট্রদূত দুই দেশের বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের গুণগত মান বৃদ্ধিরও প্রশংসা করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here