তানোরে নর্থ সাউথের সাবেক ছাত্র বাসার নিরুদেশ : অনুসন্ধানে পুলিশ

0
203

Tanore Bashar Photo 12-07-2016রাজশাহীর তানোরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র মোহাম্মদ বাসারুজ্জামান ওরফে আবুল বাশার বেশ কয়েক মাস ধরে নিরুদেশ হয়েছেন বলে দাবী করছেন তার পরিবার। সে উপজেলার লালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় ইউনিয়ন আ.লীগের সক্রিয় কর্মী সিরাজ উদ্দিনের ছেলে। নিখোঁজ বাসারের সন্ধান চেয়ে ঈদের আগে ঢাকা তেজগাঁও থানায় জিডি করা হয়। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যেই বাসারের বিরুদ্ধে আইএস সংশ্লিষ্টতার পাশাপাশি সবদিক বিবেচনা করে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ বলে জানা যায়।

পুলিশ ও পরিবারের তথ্যমতে জানা যায়, উপজেলার লালপুর গ্রামের ধনাঢ়্য ব্যক্তি ও লালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় ইউনিয়ন আ.লীগের সক্রিয় কর্মী সিরাজ উদ্দিনের নিখোঁজ ছেলে বাসার ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডী শাখা থেকে লেখাপড়া শেষ করে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছিলো। দীর্ঘ দুই বছরের বেশি সময় ঢাকা তেজগাঁওয়ে বিয়ে করে শশুর বাড়িতে ঘর জামাই থাকতো বলে জানা যায়। তবে গত প্রায় ৭ মাস আগে শশুর বাড়ি থেকেই বাসার নিখোঁজ হন। নাম প্রকাশ অনিচ্ছুক বাসারের পরিবারের একাধিক সদস্যরা জানান, গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার আগে নিহত ৫ জঙ্গি দীর্ঘ দিন নিখোঁজ ছিল। এই ঘটনার পর কোন পরিবারে কেউ নিখোঁজ থাকলে বিষয়টি আইন-শৃঙ্খলারক্ষকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়।

এই ঘোষনার প্রেক্ষিতে সারাদেশের ১০ যুবকের সন্ধান চেয়ে দেশের বিভিন্ন থানায় জিডি ও ফিরে আসার আহব্বান জানান তাদের অভিভাবকরা। ওই ১০ নিখোঁজ যুবকের একজন তানোরের মোহাম্মদ বাসারুজ্জামান ওরফে আবুল বাশার প্রায় ৬ থেকে ৭ মাস ধরে নিখোঁজ থাকায় তার শ^শুর ঈদের আগে ঢাকা তেজগাঁও থানায় তার সন্ধান চেয়ে জিডি করেন। মঙ্গলবার নিখোঁজ বাসারের গ্রামের বাড়ি উপজেলার লালপুর গ্রামে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিখোঁজ বাসার দুই ভাই এক বোনের মধ্যে বড়। তার মামা উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও তালন্দ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত আওয়ামীপন্থী চেয়ারম্যান আবুল কাশেম।

এসময় বাড়িতে উপস্থিত বাসারের মা বানিসা বেগম জানান, তার নিখোঁজ ছেলে বাসার ছোট থেকেই লাজুক প্রকৃতির ছিলো। গ্রামের ছেলেদের সঙ্গে কম মিশতো। তাদের আরো একটি বাড়ি রাজশাহী শহরে রয়েছে। ভাল পড়াশুনা করার জন্য ছোট থেকেই রাজশাহীতে থাকতো বাসার। তাকে ১০ বছর আগে ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সে থেকে বাসার বাড়িতে খুব কম আসতো। গত দুই বছর আগে ঢাকা তেজগাঁওয়ে বিয়ে করে শ^শুর বাড়িতেই ঘর জামাই থাকতো সে। বিয়ের পর গ্রামের বাড়িতে মাত্র একবার এসেছিলো। গত ৭ মাস আগে বাসার দুই মাসের জন্য অফিসের কাজে মালোশিয়া যাচ্ছেন বলে শ^শুর বাড়ি থেকে বের হয়ে নিরুদেশ হয়ে যান বলে জানান তিনি। বাসারের প্রতিবেশীরা এ প্রতিবেদকে জানান, বাসার এলাকার ধনাঢ়্য ও আওয়ামী লীগ পরিবারের সন্তান। ছোট থেকেই সে শহরের বাড়ি থেকে লেখাপড়া করেছে। গ্রামে খুব কম আসতো। এই কারণে গ্রামের অনেকেই তাকে চিনে না। তবে বাসারের বাবা ছেলের খোঁজে ঢাকায় থাকায় অবস্থান করায় তার এবং তার ব্যবহৃত মোবাইলে বারবার ফোন দেয়া হলেও রিসিফ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি। এনিয়ে তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুস সালাম জানান, তেজগাঁও থানায় জিডির পর তার গ্রামের বাড়িতে খোঁজ খবর নেয়া হয়েছে। ইতিমধ্যেই থানা পুলিশ ও উর্দ্ধতন কর্তৃপক্ষ বাসারের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন। ওসি আরও জানান, কি উদ্দেশ্যে বাসার নিখোঁজ রয়েছে বা দেশে না বিদেশে রয়েছে তা সবদিক বিবেচনা করে খোঁজ নেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here