জুমা’র খুতবার জন্য জাতীয় নির্দেশনা

0
353

জুমা’র খুতবার জন্য জাতীয় নির্দেশনাদেশের মসজিদগুলোতে জুমা’র নামাজের খুতবার জন্য প্রথম বারের মতো জাতীয় নির্দেশনা তৈরি হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন এ নির্দেশনা তৈরি করছে। সামনের শুক্রবারই এর আলোকে খুতবায় জঙ্গিবাদ ও সন্ত্রাসের নেতিবাচক দিক সম্পর্কে ইমামরা মুসল্লিদের সতর্ক করবেন। শান্তি ও মানবতার ধর্ম ইসলামে জঙ্গি ও সন্ত্রাসের স্থান নেই। কিন্তু জঙ্গি ও সন্ত্রাসবাদীরা ইসলামের ভুল ব্যাখ্যা নিয়ে মানুষকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে।

রাজধানীর গুলশান এবং কিশোরঞ্জের শোলাকিয়ায় হামলার পর সরকারের আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এসব কথা উঠে আসে। জুমা’র নামাজের খুৎবায় ইসলামের শান্তির বাণী সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে নির্দেশনা তৈরির উদ্যোগ ইসলামী ফাউন্ডেশন এর। বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো: আফজাল বলেন, পিস টিভি দেখে তরুণরা জঙ্গিবাদে ঝুঁকে পড়ে।

জামায়াত-শিবিরের সহিংস তৎপরতায়ও জঙ্গি মতবাদ প্রচারকারী গণমাধ্যমগুলো সহায়ক হিসেবে কাজ করছে বলে মনে করছেন দেশের ইসলামী চিন্তাবিদরা। গত, ১১ জুলাই শামীম মো: আফজাল বলেছিলেন, জুম্মার নামাজের সময় দেশের মসজিদগুলোতে ভিন্ন-ভিন্ন খুতবা না পড়ে যদি জাতীয়ভাবে একটি খুৎবা রচনা করা হয় তাহলে বিষয়টি ইতিবাচক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here