কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার ও ওসিকে জঙ্গী সংগঠনের সর্তক বার্তা

0
0

JMB- (2)

গাজীপুরের কাপাসিয়া উপজেলা ও থানা ধ্বংস করার হুমকি দিয়ে একটি জঙ্গি সংগঠনের নামে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি দিয়েছে। ডাকযোগে পাঠানো ওই চিঠি মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে জঙ্গী বিরোধী একটি ভিডিও কনফারেন্সে যোগদিতে যাওয়ার পূর্ব মুহুর্তে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকতা আনিসুর রহমানের নিকট পৌছে। তবে ওই চিঠিতে জঙ্গী সংগঠনের নাম উল্লেখ করা হয় নি। চিঠির বিষয় জেলা প্রশাসককে জানানো হয়েছে। এ ব্যাপারে কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। এঘটনার পর তাৎক্ষনিকভাবে উপজেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জঙ্গী বিষয়ক একটি সভায় যোগদানের উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় সাদা কাগজে হাতের লেখা ওই চিঠির খাম কাপাসিয়া উপজেলা পোস্ট অফিসের একজন পিয়নের মাধ্যমে হাতে পাই। চিঠিতে বলা হয় ‘বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাপাসিয়া, গাজীপুর। বিষয়- জঙ্গি সতর্ক বার্তা। একদিন হঠাৎ করে কাপাসিয়া উপজেলা ধ্বংস হয়ে যাবে। কেহ আমাদেরকে দাবাইতে পারবে না। ওসি কাপাসিয়াসহ ধ্বংস হবে। সতর্ক বার্তা দিলাম। উপরের নির্দেশ দেওয়া হইয়াছে আমাদেরকে। বিনীত নিবেদক- জঙ্গি সংগঠন কাপাসিয়া। গাজীপুর জেলাও ধ্বংস হবে।’ দুপুরে বিষয়টি জেলা প্রশাসকসহ উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সন্ধ্যায় কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। তিনি আরো বলেন, চিঠিটি কাপাসিয়া পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে। চিঠির খামে ১৯ জুন কাপাসিয়া পোস্ট অফিসের সিল মারা রয়েছে। প্রেরকের ঠিকানা দেয়া হয়েছে উপজেলার পাবুর গ্রামের জঙ্গি সংগঠন, কাপাসিয়া।

JMB- (1)

কাপাসিয়া থানার ওসি এ বি সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে থানায় সাধারণ ডায়ারি করেছেন। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, থানা ও ইউএনও’র বাসাসহ বিশেষ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here