ঢাকায় সফররত মধ্য ও দক্ষিণ এশিয়াভিত্তিক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, জঙ্গিদের কোনোভাবেই জয়ী হতে দেয়া হবে না। জঙ্গি দমনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। সোমবার বিকেল সোয়া ৪টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নিশা।নিশা দেশাই বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। জঙ্গি ও সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এক সঙ্গে কাজ করার প্রস্তাব দেন নিশা দেশাই।তিনি বলেন, গণতন্ত্র, সহিষ্ণুতা ও সকলের মিলেমিশে চলার সম্মিলিত মূল্যবোধের ওপর ভিত্তি করে আমাদের যে দীর্ঘ গভীর অংশীদারিত্ব রয়েছে এই প্রস্তাব তার ধারাবাহিতকার অংশ। বাংলাদেশের সঙ্গে এই ব্যাপকভিত্তিক সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবব্ধ। নিশা বলেন, আমাদের এই অংশীদারিত্বে যে কোনো দেশ অংশ নিয়ে সন্ত্রাস মোকাবিলায় সহযোগিতা করতে পারে।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, বৈঠকে জঙ্গি দমন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। প্রয়োজন অনুযায়ী সহযোগিতা চাওয়া হবে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে, আমরা যে ধরনের সহযোগিতা চাইবো সব ধরনের সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র রাজি। এখন আমরা যাছাই-বাছাই করে দেখবো আমাদের কী ধরনের সহযোগিতা প্রয়োজন। সন্ত্রাসবাদ দমনে সক্ষমতা অর্জনে বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ পরীক্ষা-নিরীক্ষা করে কোন কোন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে সহায়তা নেওয়া দরকার তা জানাবে।সোমবার বিকেল তিনটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে মন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এরপর মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় নিশা দেশাই, মার্শা বার্নিকাট ছাড়াও র্যাবের ডিজি বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রীত আনন্দ উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আজ সোমবার গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ পরিদর্শন করেন। ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বের হয়ে আসছেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, নিশা দেশাই সাম্প্রতিক জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বলেছেন, বাংলাদেশি জনগণের সঙ্গে তারাও শোকাহত। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরন্তর প্রচেষ্টাকেও সাধুবাদ জানান তাঁরা।
এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষে প্রথমে বিকেল সোয়া ৩টায় দ্বিপাক্ষিক বৈঠক হয়। এরপর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক।স্বরাষ্ট্রমন্ত্রী ও নিশা দেশাই ছাড়াও বৈঠকে ডিএমপি কমিনার আছাদুজ্জামান মিয়া, র্যাবের মহাপরিচালক বেনজীর আহেমদ, কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বন্টুম বার্নিকাট উপস্থিত ছিলেন।তিনি বলেন, জঙ্গি দমন নিয়ে নিশা দেশাইয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তবে প্রয়োজন অনুযায়ীই সহযোগিতা নেবে বাংলাদেশ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে, আমরা যে ধরনের সহযোগিতা চাইবো সব ধরনের সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র রাজি। এখন আমরা যাছাই-বাছাই করে দেখবো আমাদের কী ধরনের সহযোগিতা প্রয়োজন।এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আজ সোমবার সকালে গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১টার দিকে নিশা গুলশানের ৭৯ নম্বর সড়কে রেস্তোরাঁয় আসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। রেস্তোরাঁ ঘুরিয়ে দেখান পুলিশের উপকমিশনার জসিমউদ্দিন।গত ১ জুলাই গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। এ সময় তারা ১৭ জন বিদেশি, দুই বাংলাদেশি ও একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে হত্যা করে। এই সন্ত্রাসী হামলার পর নিশা বাংলাদেশে দুই দিনের সফরে আসেন। সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া আজ বিকেলে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। অন্যদিকে,যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে মতবিনিময় করছেন ঢাকা সফররত মধ্য ও দক্ষিণ এশিয়াভিত্তিক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।সোমবার সকাল সাড়ে আটটার দিকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গুলশানের বাসভবনে এই মতবিনিময় শুরু হয়।
মতবিনিময়ে গুলশানের রেস্তোরাঁয় ১ জুলাইয়ের সন্ত্রাসী হামলা-পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি উঠে আসবে বলে মনে করা হচ্ছে।তিন দিনের ঢাকা সফরের প্রথম দিনে রোববার নিশা দেশাই প্রথমে পররাষ্ট্রসচিবের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে বিশেষজ্ঞ পর্যায়ে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন নিশা দেশাই।ওই আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, সন্ত্রাসবাদ দমনে বিশেষজ্ঞ সহযোগিতার যে প্রস্তাব নিশা দেশাই দিয়েছেন, তা নিয়ে আলোচনা হচ্ছে। এ সহযোগিতা তাঁরা কীভাবে দেবেন আর বাংলাদেশ তা কীভাবে নেবে, সে সম্পর্কে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা হবে।এদিকে নিশা দেশাই রোববার সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ওই বৈঠক হয়।বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে নিশা দেশাই সোমবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।