দেশে চলমান জঙ্গি হামলা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ও জনগণকে উদ্বুদ্ধ করতে মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ সোমবার (১১ জুলাই) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশ দেন তিনি৷ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়৷
বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে৷ সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সকল মন্ত্রী এবং দলের নেতাদেরকে সতর্ক থাকতে হবে৷ জনগণের নিরাপত্তায় জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে৷ জনগণকে সতর্ক ও সচেতন করতে সকল শ্রেণী-পেশার মানুষকে নিয়ে তৎপরতা চালাতে হবে৷
প্রধানমন্ত্রী আরও বলেন, কারো ছেলে-মেয়ে যাতে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হতে না পারে, সেজন্য অভিভাবকরা যেন নিজ নিজ ছেলে-মেয়েদের দিকে লক্ষ্য রাখেন- সেটা তাদেরকে বোঝাতে হবে৷ মসজিদ-মন্দির-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখতে হবে৷