পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত সরকারের

0
0

maxresdefaultবাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১০ জুলাই) দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সোমবার (১১ জুলাই) এ সংক্রান্ত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

মন্ত্রিসভা কমিটির বৈঠকে জুমার বয়ান ও খুতবা মনিটরিং করার পাশাপাশি দেশের বিভিন্নস্থানে ওয়াজ মাহফিলও মনিটরিংয়ের আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া গুলশান-বনানীসহ বিভিন্ন ভিআইপি এলাকায় অনুমোদনহীনভাবে গড়ে ওঠা রেস্টুরেস্ট ও স্কুল কলেজ উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে।

রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে বিনিয়োগকারীদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুলিশ বাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীগুলোকে অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম দিয়ে সাজানোর বিষয়েও সিদ্ধান্ত হয় বৈঠকে।

জঙ্গি হামলায় পুলিশ সদস্য ও বিদেশি নাগরিক নিহত হওয়ায় শোক প্রস্তাব গ্রহণ করা হয় বৈঠকে। পাশাপাশি হামলা মোকাবেলায় সক্ষমতা প্রদর্শনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীকে ধন্যবাদও জানানো হয়।

আমির হোসেন আমু বলেন, দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ দমন করতে চাই। এ জন্য দেশবাসীকে সঙ্গে নিয়ে একটি সামাজিক বিপ্লব গড়ে তোলা হবে। ঈদের ছুটিতে ২টি ঘটনা ঘটেছে। আরও একটি ঘটনার আশঙ্কা ছিল। এ কারণে আজকের এই বৈঠক।

তিনি বলেন, ৪৫টি চাঞ্চল্যকর মামলার মধ্যে গুলশানে ইতালীয় নাগরিক তাবালো এবং রংপুরে জাপানি নাগরিক হোসি কোনিও হত্যাসহ ১৫টি মামলার চার্জশিট প্রদান করা হয়েছে। বকিগুলোর তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here