বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১০ জুলাই) দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সোমবার (১১ জুলাই) এ সংক্রান্ত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মন্ত্রিসভা কমিটির বৈঠকে জুমার বয়ান ও খুতবা মনিটরিং করার পাশাপাশি দেশের বিভিন্নস্থানে ওয়াজ মাহফিলও মনিটরিংয়ের আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া গুলশান-বনানীসহ বিভিন্ন ভিআইপি এলাকায় অনুমোদনহীনভাবে গড়ে ওঠা রেস্টুরেস্ট ও স্কুল কলেজ উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে।
রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে বিনিয়োগকারীদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুলিশ বাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীগুলোকে অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম দিয়ে সাজানোর বিষয়েও সিদ্ধান্ত হয় বৈঠকে।
জঙ্গি হামলায় পুলিশ সদস্য ও বিদেশি নাগরিক নিহত হওয়ায় শোক প্রস্তাব গ্রহণ করা হয় বৈঠকে। পাশাপাশি হামলা মোকাবেলায় সক্ষমতা প্রদর্শনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীকে ধন্যবাদও জানানো হয়।
আমির হোসেন আমু বলেন, দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ দমন করতে চাই। এ জন্য দেশবাসীকে সঙ্গে নিয়ে একটি সামাজিক বিপ্লব গড়ে তোলা হবে। ঈদের ছুটিতে ২টি ঘটনা ঘটেছে। আরও একটি ঘটনার আশঙ্কা ছিল। এ কারণে আজকের এই বৈঠক।
তিনি বলেন, ৪৫টি চাঞ্চল্যকর মামলার মধ্যে গুলশানে ইতালীয় নাগরিক তাবালো এবং রংপুরে জাপানি নাগরিক হোসি কোনিও হত্যাসহ ১৫টি মামলার চার্জশিট প্রদান করা হয়েছে। বকিগুলোর তদন্ত চলছে।