দক্ষিণ সুদানে সংঘর্ষ, বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে

0
0

দক্ষিণ সুদানে সংঘর্ষ, বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদেদক্ষিণ সুদানের রাজধানী জুবাতে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সেখানে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন। আজ রোববার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ কথা জানিয়েছ বার্তা সংস্থা বাসস।

এতে বলা হয়, ৮ জুলাই দক্ষিণ সুদানের রাজধানী জুবাতে প্রেসিডেন্টের প্রাসাদ এবং জাতিসংঘ ক্যাম্পের কাছে দক্ষিণ সুদানের রাষ্ট্রীয় সেনাবাহিনী এবং প্রথম উপরাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ সংঘটিত হয়।

বন্দুকযুদ্ধে উভয় পক্ষের প্রায় দেড়শজন প্রাণ হারায়। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ এবং থেমে থেমে গোলাগুলি চলছে বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ জুলাই (শুক্রবার) ছিল দক্ষিণ সুদানের পঞ্চম স্বাধীনতা দিবস। ২০১১ সালে সুদানের কাছ থেকে দেশটি স্বাধীনতা লাভ করে।

ওই দিন সন্ধ্যায় রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদের কাছ থেকে এই সংঘর্ষ শহরে ছড়িয়ে পড়ে। ওই সময় সেখানে প্রেসিডেন্ট সালভা কির এবং তাঁর একসময়ের বিরোধী ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের মধ্যে আলোচনা চলছিল।

স্বাধীনতা দিবসে এমন সংঘাতকে ‘অপ্রত্যাশিত’ বলেন সালভা কির ও রিক মাচার। গতকাল শনিবার দক্ষিণ সুদানের এক সাংবাদিক বিবিসিকে জানান, প্রেসিডেন্ট প্রাসাদে আটকে পড়া সাংবাদিকরা অন্তত ১০০ মৃতদেহ দেখেছেন। প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে এবং বাইরে এসব মৃতদেহ পড়ে ছিল। সর্বশেষ গত বছর আগস্টে দক্ষিণ সুদানের দুই বিরোধী পক্ষ শান্তিচুক্তিতে একমত হয়। দক্ষিণ সুদানের গৃহযুদ্ধে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আর বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here