জঙ্গিবাদ নির্মূলে সরকারকে যত কঠোর হতে হয় ততটাই হবে: প্রধানমন্ত্রী

0
0

10-07-16-PM-7

জঙ্গিবাদ নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ নির্মূলে সরকারকে যত কঠোর হতে হয় ততটাই হবে। সরকার প্রধানের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং প্রধানমন্ত্রী কার্যালয় সম্পর্কিত আলোচনায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, যত কঠোর হতে হয় হব, জঙ্গিবাদ নির্মূল করব।ভাবমূর্তি বৃদ্ধি পেয়ে যখন বাংলাদেশ উন্নয়নের রোলমডেল হচ্ছে তখন এইসব হামলা। প্রাকৃতিক দুর্যোগের সাথে মনুষ্যসৃষ্ট দুর্যোগও মোকাবেলা করব। জনগণই আমার ভরসা।এই অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ২০ জিম্মি ও দুই জন পুলিশ কর্মকর্তা। নিহত ২০ জনের মধ্যে ১৭ জনই বিদেশি।পরে সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযানে হামলাকারী ৫ জঙ্গিও নিহত হয়।

এই হামলার রেশ কাটতে না কাটতেই ঈদে দেশের সবচেয়ে বড় মুসল্লিদের জামাত শোলাকিয়ায় পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। হামলায় বোমা ও গুলির আঘাতে দুই পুলিশ কনস্টেবল এবং ঝর্না রানী ভৌমিক নামে এক নারী নিহত হন। শেখ হাসিনা বলেন, নজরদারী রাখতে হবে। দেশের মানুষকে সচেতন হতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলা করেই সামনে এগোতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে বেশিদিন অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের পরিচয় নাম ঠিকানা মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ সময় জঙ্গি দমনে যতোটা কঠিন হওয়া দরকার ততোটাই কঠিন হবে সরকার জানান শেখ হাসিনা।এ সময় গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনার ঘটনার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে এ ধরনের কাজ করা হচ্ছে।

এছাড়া দক্ষতার সঙ্গে গুলশান হামলার ঘটনায় কাজ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। শেখ হাসিনা দেশকে জঙ্গিবাদ মুক্ত করে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে নিতে সকলকে আহ্বান জানান।তিনি ইংরেজি মাধ্যম স্কুলোর প্রতি নজর রাখার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী সকল স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতোদিন নিখোঁজ নামসহ তাদের তালিকা প্রকাশ করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।নিখোঁজ ও গুম হওয়া মানুষদের নিয়ে মানবাধিকারসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টকে মনগড়া বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।আর জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

একই দিনে সচিবায়লয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিন বা তার বেশি অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের পরিচয় মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে করণীয় নিয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হবে।সন্ত্রাস ও জঙ্গিবিরোধী কর্মকান্ডের অংশ হিসেবেই এটি করা হবেÑএ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভালোবাসা, আদর ও মমতা দিয়ে বড় করতে চান তারা।বাড়ি থেকে পালিয়ে জঙ্গিবাদে জড়ানোর বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে আসার পর শিক্ষামন্ত্রণালয় থেকে এ উদ্যোগ নেয়া হলো।এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি অফিস আদেশও জারি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here