রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ার হামলা একই সংগঠনের জঙ্গিরা করেছে। তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।শনিবার কিশোরগঞ্জের শোলাকিয়ায় আজিমউদ্দীন উচ্চবিদ্যালয়ের কাছে হামলাস্থল পরিদর্শন শেষে ঈদগাহ মাঠে এক ব্রিফিংয়ে আইজিপি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি শনিবার শোলাকিয়া পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, গুলশানে যারা হামলা করেছে, তারাই শোলাকিয়ায় হামলা চালিয়েছে, তারা জেএমবি জঙ্গি গোষ্ঠীর সদস্য।গত বৃহস্পতিবার শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত শুরুর আগ মুহূর্তে ঈদগাহের কাছেই কাছে পুলিশের উপর হামলা হয়।এতে দুই পুলিশ সদস্য নিহত হন। গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান এক গৃহবধূ।
তার আগের শুক্রবার ঢাকার কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করা হয়।হলি আর্টিজানে হামলার দায়িত্ব স্বীকার করে আইএসের নামে ইন্টারনেটে বার্তা এলেও তা নাকচ করে আইজিপি শহীদুল তখনও বলেছিলেন, জেএমবিই এই হামলা চালিয়েছে। শোলাকিয়ার ঘটনায় এখনও কোনো বার্তার খবর না আসার মধ্যেই তিনি বাংলাদেশে এক যুগ আগে নিষিদ্ধ সংগঠনটিকেই দায়ী করেছেন।
তারা এখানে এসেছিল ঈদগাহতে বোমা মেরে মুসল্লিদের হত্যা করার জন্য। পুলিশের বাধার কারণে মাঠে যেতে ব্যর্থ হয়ে ওই জঙ্গিরা পুলিশের উপর হামলা করে।গুলশান ও শোলাকিয়া দুটি হামলাতেই ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জড়িত থাকার তথ্য মিলেছে, যারা ঘরে ছেড়ে বেরিয়ে যাওয়ার পর কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন।পুলিশ প্রধান শহীদুল বলেন, গুলশানে গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আমরা জেএমবি সদস্য হিসেবে জানি। আমরা তাদেরকে অনেক দিন ধরে আটকের চেষ্টা করে আসছিলাম। শোলাকিয়ায় হামলায় যারা আটক হয়েছে,তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে গুলশানে হামলাকারীদের সাথে তাদের সম্পৃক্ততা আছে।
আইএসের প্রসঙ্গে তিনি বলেন, আইএস দেশ-বিদেশে সব হামলার ক্ষেত্রেই দায়িত্ব স্বীকার করে। আইএস কেন হামলার দায় স্বীকার করে, এই দাবিটা কাদের মাধ্যমে করে, কেন করে তা উদঘাটনে আমরা চেষ্টা করছি।ঘটনাস্থল পরিদর্শনের সময় পুলিশ প্রধান গোলাগুলির সময় নিহত গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিকের বাড়িতে যান এবং তার স্বজনদের সান্ত¡না দেন।
হামলায় আইএসের জড়িত থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইএস তো যুক্তরাষ্ট্রের নৈশক্লাবে ৫০ জন নিহত হওয়ারও দায় স্বীকার করেছে। সারা বিশ্বে যেখানেই হামলা হয়, আইএস সেটারই দায় স্বীকার করে। এখন পর্যন্ত শোলাকিয়ার হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। আর আইএস কেন সবকিছুর দায় স্বীকার করে, কার মাধ্যমে করে, তার লিংক (যোগসূত্র) আমরা এখনো খুঁজে পাইনি।
আইজিপি আরও বলেন, গুলশানে নিহত হামলাকারীদের আমরা অনেক আগে থেকে খুঁজছিলাম। তাদের নাম-পরিচয় আগে থেকেই পুলিশের কাছে ছিল। তারা জেএমবির সদস্য। আর শোলাকিয়ায় হামলার ঘটনায় আমরা প্রাথমিকভাবে জেএমবির জড়িত থাকার প্রমাণ পেয়েছি। আহত অবস্থায় যে ধরা পড়েছে, সেও গুলশানের ঘটনায় জড়িতদের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছে।এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আজকের মধ্যেই শোলাকিয়ার ঘটনায় মামলা হতে পারে। হামলাকারী একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের যাঁরা ছিলেন, তাঁরা বলছেন, হামলায় পাঁচ থেকে ছয়জন জড়িত ছিল। তবে তাঁদের হিসাবে আরও কয়েকজন থাকতে পারে। তাদের সবাইকে খুঁজে বের করার চেষ্টা চলছে।ঘটনার আগে পুলিশ কোনো গোয়েন্দা তথ্য পাচ্ছে না, এটি দুর্বলতা কি না, তা জানতে চাইলে আইজিপি বলেন, শোলাকিয়ায় যে হামলা হবে, পুলিশের কাছে এমন কোনো তথ্য ছিল না। কিন্তু জঙ্গিরা দেশের যেকোনো স্থানে হামলা করতে পারে, এমন আশঙ্কা ছিল। তবে পুলিশের কোনো দুর্বলতা নেই। তারা আহত হয়েও ফাইট চালিয়ে গেছে। তবে আমাদের গোয়েন্দারা তো ফেরেশতা না যে সব তথ্য তাদের কাছে থাকবে। কেউ ব্যক্তিগতভাবে গোপনে অপরাধ করলে তাদের খুঁজে বের করা একটু সময়সাপেক্ষ হয়।এর আগে আইজিপি ঘটনাস্থল পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক (ডিআইজি) এ কে এম মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন খান। আইজিপি নিহত ঝর্ণা রানী ভৌমিকের পরিবারকে সান্ত¡না দেন।