গুলশানে হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে হামলা তদন্তে তিন দেশ থেকে প্রযুক্তি সহায়তা নেবে পুলিশ। যুক্তরাষ্ট্র, ভারত ও সিঙ্গাপুর থেকে এ সহায়তা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকামেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)কমিশনার আছাদুজ্জামান মিয়া।শনিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিজ কার্যালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা জানান তিনি।ডিএমপি কমিশনার বলেন, পুলিশের জঙ্গি দমনে প্রশিক্ষিত বিশেষ ইউনিট গুলশান হামলায় দায়ের করা মামলার তদন্ত করবে। এক্ষেত্রে প্রয়োজন হলে ওই তিন রাষ্ট্রের সহায়তা নেয়া হবে।তিনি আরো বলেন, ‘মূলত গুলশান হামলায় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সব আলামত পরীক্ষা এবং নিহতদের মৃতদেহের রাসায়নিক পরীক্ষার জন্য ওই তিন দেশের প্রযুক্তি সহায়তা নেয়া হবে।
কমিশনার বলেন, গুলশানের এ হত্যা একটি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু। সম্মিলিতভাবেই বিষয়টি নিয়ে কাজ করতে হবে।ভবিষতে এ ধরনের হামলা প্রতিহত করতে ‘ওয়ে অব অ্যাকশন’ আর ‘মুড অব অ্যাকশন’ ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান আসাদুজ্জামান মিয়া।গত ১ জুলাই রাতে গুলশানের কূটনীতিক পাড়ার অভিজাত এই রেস্টুরেন্টে সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে। সন্ত্রাসীদের ছোড়া গ্রেনেডে প্রাণ যায় ডিবির এসি রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন খানের। পরদিন শনিবার (২ জুলাই) সকালে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করে এবং ৬ জঙ্গির মৃতদেহ পাওয়া যায়।
এ ঘটনার ঠিক ৭ দিনের মাথায় বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে শোলাকিয়ায় ঈদ জামাতের মাঠের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য, গৃহবধূ ঝর্ণা রানী ও সন্ত্রাসী আবির নিহত হন। এছাড়া আহত হন আরো অন্তত ৮ জন। এদের মধ্যে গুরুতর আহত ৬ পুলিশ সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।
এদিকে, বাংলাদেশসহ বিভিন্ন দেশে যেখানেই সন্ত্রাসী হামলা হয়, তার কিছুক্ষণ পরেই সেই হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আর এ খবর জানা যায়, যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট সাইট ইনটেলিজেন্স থেকে।এর আগেও দেশে লেখক-প্রকাশক, ব্লগারসহ বিভিন্ন ধর্মীয় গুরু ও বিদেশি হত্যার পর দায় স্বীকার করেছিল আইএস। এর ‘লিংক’ খুঁজছে বাংলাদেশ পুলিশ।
পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ‘সেই লিংক আপের বিষয়টি আমরা এখনও শনাক্ত করতে পারিনি। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কারা এই দায় স্বীকার করে থাকে।গুলশানে জঙ্গি হামলার এক সপ্তাহ না কাটতেই বৃহস্পতিবার (৭ জুলাই) ফের বোমা বিস্ফোরণ ও গুলির শব্দে কেঁপে ওঠে কিশোরগঞ্জ। উপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাতের মাঠের কাছে শোলাকিয়ায় এ হামলা চালায় জঙ্গিরা। গুলশানে হামলার দায় আইএস স্বীকার করলেও শোলাকিয়ায় হামলার দায় এখনও কোনো জঙ্গি সংগঠন স্বীকার করেনি।
শনিবার (৯ জুলাই)বেলা সাড়ে ১২টার দিকে শোলাকিয়া ঈদগাহ মাঠের সন্ত্রাসী হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন আইজিপি এ কে এম শহীদুল হক। পরে তিনি পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি চলাকালে ঘরের ভেতর নিহত ঝর্না রানি ভৌমিকের পরিবারের সদস্যদের কাছে যান। দুঃখ প্রকাশ করে তাদের সান্ত¡না দেন পুলিশ প্রধান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ঢাকার গুলশানে যারা হামলা করেছে, তারাই শোলাকিয়ায় হামলা চালিয়েছে। তাদের প্রধান উদ্দেশ্য ছিল ঈদগাহ মাঠের মুসল্লিদের উপর হামলা করা এবং তাদের হত্যা করা।’ তিনি বলেন, ‘ঈদের জামাতে যারা বোমা মেরে মানুষকে হত্যা করে তারা ইসলামের শত্রু, মানবতার শত্রু। এরা জেএমজির সদস্য এবং তালিকাভুক্ত জঙ্গি।শোলাকিয়ায় পুলিশের গুলিতে আহত আটক হামলাকারী শফিউল ইসলাম জিজ্ঞাসাবাদে ওইসব তথ্য পুলিশকে জানিয়েছে।আইএস প্রসঙ্গে পুলিশ প্রধান আরও বলেন, ‘গুলশান ও শোলাকিয়ায় হামলাকারীরা একই গোষ্ঠীর। তারা জেএমবির সদস্য। তারা কেউ আইএসের নয়।’
শোলাকিয়ার হামলায় পুলিশের কোনো ব্যর্থতা নেই উল্লেখ করে আইজিপি বলেন, ‘পুলিশ আহত হয়েও পুরো দুই ঘণ্টা গোলাগুলি করে, হামলাকারীদের প্রতিহত করে। এক্ষেত্রে পুলিশ সাহসিকতার পরিচয় দিয়েছে। শোলাকিয়ায় জঙ্গিদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলিতে দুই পুলিশ সদস্য, হামলাকারী জঙ্গি ও এক নারী নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শোলাকিয়া মাঠের আড়াইশ মিটারের মধ্যে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ফটকের কাছে নিরাপত্তার দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর এই হামলার ঘটনা ঘটে। ঈদের সকালে বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় শোলাকিয়া মাঠের জামাতে অংশ নিতে জড়ো হওয়া লাখো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।১ জুলাই গুলশানে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় বহু হতাহতের পর এবার প্রধান সব ঈদ জামাতেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এর ভেতরেই দেশের বৃহত্তম ঈদ জামাতে ফের হামলা চালায় জঙ্গিরা।