জঙ্গিরা কোনো কিছু দাবি করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

0
0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় যারা হামলা চালিয়েছে তারা কোনো কিছু দাবি করেনি বা কোন শর্ত দেয়নি।তার মতে, অস্ত্রধারী আক্রমণকারীরা যারা ২০ জনকে হত্যা করেছে তারা উচ্চশিক্ষিত ও ধনী পরিবারের সন্তান।কথিত ইসলামিক স্টেট বা আইএস শুক্রবারের ওই হামলার দায় স্বীকারের দাবি করলেও আসাদুজ্জামান খান তা প্রত্যাখ্যান করেছেন।এদিকে জঙ্গিদের হাতে নিহতদের মৃতদেহ সোমবার পরিবারের কাছে হস্তান্তরের সম্ভাবনা রয়েছে।শুক্রবার রাতে হামলার কয়েক ঘণ্টা পর কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয় যে রেস্তরাঁয় হামলাকারী জঙ্গিরা তিনটি শর্ত দিয়েছে।

কিন্তু রয়টার্সের সাথে সাক্ষাতকারে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এটি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যে সাত জঙ্গি ২০ জনকে হত্যা করেছে তারা কোনো শর্ত দেয়নি বা কোন কিছু দাবি করেনি।তিনি বলেন, যে সন্দেহভাজন একজনকে পুলিশ আটক করেছে যিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আইএসের দায় স্বীকারের বিষয়টি প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামিক স্টেট নয় বরং হোমগ্রোউন বা স্থানীয় ভাবে তৈরি হওয়া জঙ্গিরা এসব ঘটনার সাথে জড়িত।জঙ্গিদের যেসব ছবি আইএস প্রচার করেছে সে প্রসঙ্গে তিনি বলেন, আইএস’র একটি পোস্টারের সামনে বন্দুক হাতে নিয়ে দাঁড়ালেই কি আইএস হয়ে গেলো ?এ ঘটনায় তিনি জেএমবিকেই দায়ী করেছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে- জঙ্গিদের হাতে ১৭ জন বিদেশী ও তিনজন বাংলাদেশী নিহত হয়েছে।এর মধ্যে ১০ জন নারী ও ১০ জন পুরুষ। বিদেশীদের মধ্যে ৯জন ইতালির, ৭ জন জাপানের ও একজন ভারতের নাগরিক রয়েছেন।এরই মধ্যে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাদের স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তরের কথা রয়েছে।ইতালির নাগরিকদের মৃতদেহ নিতে সেদেশের সরকার বিশেষ বিমান পাঠিয়েছে।অন্যদিকে জাপানি নাগরিকদের স্বজনদের একটি দল ঢাকায় এসে পৌঁছেছে। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীও ঢাকায় এসেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here