ছেলের খোঁজে আর্টিজানে মা-বাবা: মৃত্যপুরীতে এখনো নীরবতা

0
0

ছেলের খোঁজে আর্টিজানে মা-বাবা

সোমবার সকাল থেকেই রিমঝিম বৃষ্টি। গুলশানের হলি আর্টিজান বেকারির সামনের সারি সারি গাছগুলো বৃষ্টিভেজা। সবুজ পাতাগুলো নুয়ে পড়েছে জলের ভারে। তবে শীতল বৃষ্টির পরশও ধুয়ে-মুছে সাফ করে দিতে পারেনি গুলশানে ভয়াবহ হামলার চিহ্ন। দগদগে সেই স্মৃতি নিয়ে হলি আর্টিজান বেকারি যেন এক মৃত্যুপুরী! গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় রক্তাক্ত এক তরুণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যাচ্ছে। সাংবাদিকদের কাছে এমন ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন মাহমুদা বেগম ও আবদুস সাত্তার। জানা গেল রক্তাক্ত ওই ছেলেটির নাম জাকির হোসেন শাওন। তিনি আর্টিজান রেস্তোরাঁয় বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতেন।

মাহমুদা ও সাত্তার জাকিরের মা-বাবা। হামলার পর থেকে ছেলের কোনো খবর পাচ্ছেন না তাঁরা। তাই সোমবার দুপুরে জাকিরের একটি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে হলি আর্টিজানের সামনে হাজির হন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন আরও কয়েকজন স্বজন। পরিবারটিকে ছবি হাতে কাঁদতে দেখে সেখানে উপস্থিত কয়েকজন ফটোসাংবাদিক তাঁদের তোলা ছবিগুলো বের করেন। সেখান থেকে পুলিশ নিয়ে যাচ্ছে এমন একটি রক্তাক্ত ছেলের ছবিকে জাকির বলে চিহ্নিত করেন মা-বাবা। তাঁদের কাছে পাসপোর্ট সাইজের ছবির সঙ্গেও এর মিল পাওয়া যায়।মা মাহমুদা বলেন, ছেলে ওই রেস্তোরাঁর বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতেন। হামলার পর থেকেই তাঁকে খুঁজে পাচ্ছেন না। তাঁর (শাওন) খোঁজে কয়েকবার গুলশান থানার পুলিশের কাছে গেছেন। পুলিশ ইউনাইটেড হাসপাতালে জাকিরকে খোঁজার কথা বলে। সেখানে গিয়ে তাঁরা ছেলেকে পাননি।রোববারও রাত দেড়টা পর্যন্ত তাঁরা গুলশান থানায় বসে ছিলেন। কিন্তু পুলিশ ছেলে জাকিরের কোনো খোঁজ দিতে পারেনি।মা-বাবার কাছে থাকা জাকিরের ছবি দেখে ঘটনাস্থলে থাকা সাংবাদিকেরা রক্তাক্ত অবস্থায় এক তরুণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ে যাওয়ার ছবিটি দেখান। এ সময় ছেলেকে ফিরে পেতে আকুতি জানান মা-বাবা। জানান, ছেলে ওই রেস্তোরাঁতেই দেড় বছর ধরে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতেন।

মা মাহমুদা জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের নয়াপাড়ার গুদনাইল এলাকায়। গত বৃহস্পতিবার ইফতারের পরে ছেলে জাকির ফোন করেছিলেন। জানিয়েছিলেন ঈদের বোনাস পেয়েছেন। রোববার বাড়ি আসবেন। বাবা আবদুস সাত্তার বলেন, তিনি নারায়ণগঞ্জে মেঘনা ডিপোতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। গত শনিবার টিভিতে রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা দেখেন। এরপর থেকেই ছেলের খোঁজ পাচ্ছেন না।

রেস্তোরাঁর হিসাবরক্ষণ বিভাগের ব্যবস্থাপক সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, জাকিরকে তাঁরা হাসপাতালে শনাক্ত করেছেন। তাঁকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিরা গত শুক্রবার রাতের বিভিন্ন সময় তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক। এর মধ্যে জাপান সরকার তাদের সাত নাগরিকের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। ইতালির নাগরিক নিহত হয়েছেন নয়জন। একজন ভারতীয় নাগরিক। শুক্রবার রাতে অভিযান চালাতে গিয়ে মারা গেছেন পুলিশের দুই কর্মকর্তা। আর শনিবার সকালে অভিযানে মারা গেছে ছয় সন্ত্রাসী। গ্রেপ্তার হয়েছে একজন। অভিযানে একজন জাপানি, দুজন শ্রীলঙ্কান ও ১০ জন বাংলাদেশিসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।ঘটনাস্থলের পাশের সড়ক দিয়ে চলছে দু’একটি রিকশা ও প্রাইভেটকার। ঘটনাস্থলের পাশে দেখা গেল দায়িত্বরত দেশি-বিদেশি সংবাদকর্মীদের। হলুদ অক্ষরে লেখা লেক ভিউ ক্লিনিকের ঠিক ডান পাশে মুত্যুপুরী হলি আর্টিজান বেকারি। ক্লিনিকের সামনের বাড়িগুলোর বাসিন্দাদের আনা- গোণাও কম দেখা যায়। কারণ পুলিশি নিরাপত্তার বলয় পেরিয়েই এসব বাসায় প্রবেশ করতে হচ্ছে।

হলি আর্টিজানের পাশেই ৭৫ নম্বর সড়ক। সড়কের কয়েকটি বাসা তালাবদ্ধ। কয়েকজন নিরাপত্তাকর্মী বাসাগুলোর প্রধান ফটকে দায়িত্ব পালন করছেন। সড়কটির ঠিক মাঝে ইরানের অ্যাম্বাসি। অ্যাম্বাসির সামনে দায়িত্ব পালন করছেন কনস্টেবল সালাউদ্দিন খান।তিনি বলেন, দায়িত্ব আগের থেকে বেড়েছে। কড়া নিরাপত্তার মধ্যে আগতরা দূতাবাসে প্রবেশ করছেন।ইরানি অ্যাম্বাসির ঠিক সামনে ৮০ নম্বর সড়ক। শান্ত নির্জন সড়কের পাশে নরডিক ক্লাব ও কুয়েতের অ্যাম্বাসি। অন্যান্য সময় যেখানে চার থেকে পাঁচজন পুলিশ দায়িত্ব পালন করতেন। সেখান এখন ১৫/১৬ জন পুলিশ দায়িত্ব পালন করছেন।

আর্টিজান বেকারিতে স্বাভাবিক পরিবেশ কবে ফিরবে কে জানে! কবি জসীমউদ্দীনে ভাষায়, পরাণের ব্যথা মরে নাকো, সে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে। হলি আর্টিজান মৃত্যুপুরীর কথাও ভোলার নয়।

৮৩ নম্বর সড়কের বাসিন্দা হাসাতান আয়মানের সঙ্গে কথা হয় বাংলানিউজের। তিনি বলেন, গুলশানে যা ঘটে গেল তা কোনো দিন ভোলার না। আমাদের সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ছেলেরা কী করে, কোথায় যায়, বাবা-মা হিসেবে সবাইকে আরও সচেতন হতে হবে। শুধু প্রশাসনের ওপর ভর করে বসে থাকলে চলবে না।গত শুক্রবার (০১ জুলাই) গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশি ও তিন বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। হামলাকারীদের গুলি ও গ্রেনেডের আঘাতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। ছয় হামলাকারীসহ এ ঘটনায় মোট ২৮ জন নিহত হয়েছেন।গুলশানের রেস্তোরাঁয় জিম্মি উদ্ধার অভিযানে নিহত সন্দেহভাজন হামলাকারীদের চারজনের পরিচয় জানা গেছে। এঁদের মধ্যে দুজন দীর্ঘ সময় নিখোঁজ ছিলেন। তাঁদের পরিবার থানায় জিডিও করেছিল। একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই পাঁচজনের ছবি প্রকাশ করে আইএস দাবি করেছে, এঁরাই হামলা ও হত্যাযজ্ঞ চালিয়েছেন।

জিম্মি উদ্ধারে গত শনিবার ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে নিহত হন ছয়জন। এঁদের সবাইকে সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছিল সেনাসদরের ব্রিফিংয়ে। অভিযানের সময় একজনকে আটক করার কথা বলা হলেও রোববার পর্যন্ত তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।তবে ঢাকা মহানগর পুলিশ গতকাল জানিয়েছে, এই ছয়জনের একজন ওই রেস্তোরাঁর রান্নাঘরের কর্মী ছিলেন। তাঁর নাম সাইফুল ইসলাম। তাঁর পরিবার বলছে, তিনি ঘটনার শিকার। সন্ত্রাসী হামলার পর সাইফুল তাঁর ভগ্নিপতিকে ফোন করে বলেছিলেন যে তাঁরা বন্দুকের মুখে জিম্মি অবস্থায় আছেন। যে চারজনের পরিচয় পাওয়া গেছে তাঁরা হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহান ইবনে ইমতিয়াজ, স্কলাসটিকা থেকে ও লেভেল পাস করা মীর সামেহ মোবাশ্বের, মালয়েশিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিবরাস ইসলাম ও বগুড়ার একটি মাদ্রাসার ছাত্র খায়রুল ইসলাম ওরফে পায়েল। নিবরাস ইসলাম আগে ঢাকার টার্কিশ হোপ স্কুল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন।

পুলিশ বলছে, বগুড়ার খায়রুলই গুলশানে হামলার নেতৃত্বে ছিলেন। তিনি এর আগে উত্তরবঙ্গে অন্তত তিনটি হত্যায় জড়িত ছিলেন।এর আগে শনিবার পুলিশ সদর দপ্তর থেকে নিহত পাঁচজনের লাশের ছবি গণমাধ্যমে পাঠিয়ে বলেছিল তাঁদের নাম আকাশ, বিকাশ, ডন, বাঁধন ও রিপন। কিন্তু বাস্তবে এঁদের কারও নাম মেলেনি। আর হামলাকারী জঙ্গি হিসেবে যে পাঁচটি লাশের ছবি পাঠানো হয়েছিল, তাঁদের মধ্যে ওই রেস্তোরাঁর কর্মী সাইফুলের ছবিও ছিল।অভিযানে নিহত রোহান ইবনে ইমতিয়াজের বাবা ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here