গুলশানে জঙ্গি হামলায় জড়িত একজন বগুড়ার বলে নিশ্চিত করেছে পুলিশ

0
0

Khairul1467606631

গুলশানে জঙ্গি হামলায় জড়িত একজন বগুড়ার বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশের তালিকায় বাঁধন নামের ওই জঙ্গি স্থানীয়দের কাছে খায়রুল ইসলাম ওরফে পায়েল নামে পরিচিত। তার বাবা আবু হোসেন, মা পেয়ারা বেগম এবং বোন ও ভগ্নিপতি ছবি দেখে পুলিশের কাছে তার পরিচয় নিশ্চিত করে। বগুড়া পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান এর সত্যতা স্বীকার করেছেন।

নিহত জঙ্গি সদস্য বাঁধনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামের দক্ষিণ পাড়ায়। স্থানীয় বিহিগ্রাম এডিইউ সেন্টাল সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে আলিম পাশ করে উচ্চ শিক্ষার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় দুই বছর আগে। বিগত ৯ মাস ধরে পরিবারের সঙ্গে তার কোন যোগাযোগ ছিল না। পরিবারের দাবি অভিমান করে সে বাড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছিল। তারা বিভিন্ন এলাকায় খোজ-খবর করলেও বিষয়টি নিয়ে থানায় কোন অভিযোগ করেননি।

পুলিশ সদর দপ্তর থেকে জঙ্গি বাঁধনকে বগুড়ার বাসিন্দা হিসেবে জানানোর পর রবিবার সন্ধ্যায় জেলা পুলিশ তার বাবা-মা এবং বড়বোন হোসনে আরা এবং ভগ্নিপতি রঞ্জু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তারা পুলিশের জিজ্ঞাসাবাদ এবং নিহত জঙ্গির ছবি দেখে তা খায়রুল ইসলাম পায়েল বলে নিশ্চিত করে। সোমবার সকাল ১০টার দিকে হোসনে আরা ও রঞ্জুকে পুলিশ ছেড়ে দিলেও তার বাবা-মা তখনও পুলিশ হেফাজতেই ছিলো।

পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে হোসনে আরা ও রঞ্জু মিয়া জানান, তাদের নিয়ে গিয়ে ছবি দেখিয়ে পুলিশ জানতে চায় তাকে চিনতে পারছে কি-না। ছবি দেখে তারা নিশ্চিত করেছেন সেই খ্য়ারুল ইসলাম পায়েল। সোমবার সকালে তাদের ছেড়ে দেওয়া হলেও উর্ধ্বতন কর্তৃপক্ষেও নির্দেশে খায়রুলের বাবা-মাকে ছাড়া হয়নি। হোসনে আরা জানান, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে খায়রুল ছোট। স্থানীয় মাদ্রাসা থেকে পাশ করে সে বন্ধুদের সঙ্গে ঢাকায় গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তার ছোট বোনের বিয়ে হয়েছে পাবনায়। বাবা আবু হোসেন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। বৃ-কুষ্টিয়া মধ্যপাড়ায় তার (হোসনে আরা) স্বামীর বাড়ি। স্বামী রঞ্জু মিয়া কোয়ালিটি ফিডস্ নামে এক পোল্ট্রি খাদ্য উৎপাদন কারখানায় কাজ করে। রঞ্জু মিয়া জানান, গুলশানে জঙ্গি হামলার পর সেখানে নিহত জঙ্গিদের ছবি বিভিন্ন মাধ্যমে প্রকাশ হয়। তখন এলাকাবাসী তাদের ছবি দেখে একজনকে খায়রুল হিসেবে চিহ্নিত করে তাদের জানায়। তারা ছবিটি দেখলেও প্রথমে বিশ্বাস করতে পারেননি। কিন্তু বাড়িতে থাকা একটি ছবির সঙ্গে তা মিলিয়ে তারা নিশ্চিত হন। পরে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদসহ ছবি দেখিয়ে তার পরিচয় জানতে চায়। তখন তারা ওই ছবি খায়রুলের বলে নিশ্চিত করেন। একারণে সোমবার সকালে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে লাশ সনাক্ত করা এবং লাশ গ্রহণসহ অন্যান্য কাজের কারণে তার শ্বশুর-শ্বাশুরীকে পুলিশ তাদের হেফাজতে রেখেছে বলে উল্লেখ করেন রঞ্জু।

বগুড়ার পুলিশ সুপার জানিয়েছেন, গুলশানে জঙ্গি হামলায় জড়িত বাঁধনের বাড়ি বগুড়ায়। তার বাবা-মা ছবি দেখে তার পরিচয় নিশ্চিত করেছে। তিনি বলেন, নিহত জঙ্গিদের প্রকাশিত যে ছবির ওপরে ২৫ লেখা স্টিকার রয়েছে সে-ই বাঁধন। এলাকায় সে খায়রুল ইসলাম পায়েল নামে পরিচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here