ইরাকের রাজধানী বাগদাদে ইসলামিক স্টেটের (আইএস) জোড়া বোমা হামলায় অন্তত ৮২ জন নিহত হয়েছে এবং ২শ’ জন আহত হয়েছে।বিবিসি জানিয়েছে, রোববার ভোররাতে ও সকালে চালানো হামলা দুটির প্রথমটি ছিল আত্মঘাতী গাড়িবোমা হামলা। বাগদাদের কেন্দ্রীয় এলাকা কারাদা-র একটি ব্যাস্ত এলাকায় এ হামলায় ৮০ জন নিহত এবং অন্তত ২০০ জন আহত হয়।এরপর বাগদাদের উত্তরাঞ্চলে একটি শিয়া এলাকার আল শাব বাজারে ভোররাতের দিকে আরেকটি বোমা বিস্ফোরণে অন্তত ২ জন নিহত হয় বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসাকর্মীরা।
ইন্টারনেটে আইএসের সমর্থকদের প্রচার করা একটি বিবৃতিতে কারাদায় চালানো হামলার দায় স্বীকার করেছে আইএস। আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।রেঁস্তোরাটিতে ভোররাতে সেহরি খাওয়ার ব্যস্ত সময়ে গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী। এতে প্রধান সড়কে বড় ধরনের একটি আগুনের কু-ুলি তৈরি হয়।ইরাকের নিরাপত্তা বাহিনী আইএস জঙ্গিদের দখল থেকে ফাল্লুজা শহর পুনরুদ্ধার করার এক সপ্তাহ পর এ হামলা দুটি হল। ফাল্লুজার ঘাঁটি থেকে আইএস জঙ্গিরা বাগদাদে বোমা হামলা চালাত বলে জানিয়েছিল ইরাকি কর্তৃপক্ষ।ইরাকে ও সিরিয়ায় সরকারি বাহিনী ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের অভিযানের মুখে চাপের মধ্যে আছে আইএস।
তবে চাপের মধ্যে থাকলেও জঙ্গিগোষ্ঠীটি এখনও দেশ দুটির বিশাল এলাকা দখল করে রেখেছে। গোষ্ঠীটির দখলকৃত এলাকাগুলোর মধ্যে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলও আছে।এ বছর ইরাকে এটি সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। ইরাকের নিরাপত্তা বাহিনী ফাল্লুজা শহর আইএসের কাছ থেকে পুনর্দখলের এক সপ্তাহ পর এ হামলা হল।